×

শেষের পাতা

‘সুমন বাবার লগে আমিও চইলে যাব’

Icon

বাবুল আকতার (খুলনা), তালুকদার আব্দুল বাকি ও সালমান মুহাইমিন (বাগেরহাট) থেকে

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘সুমন বাবার লগে আমিও চইলে যাব’
   

‘তোমরা কি বন্দুক আনছো, হেইলে কও, ওই বন্দুকটা দিয়া আমার বুকটার ওপর একটা গুলি করো। আমি আমার সুমন বাবার লগে চইলে যাব।’ কথাগুলো বলছিলেন শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে নিহত বাগেরহাটের সন্তান পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীর মা গীতা রানী ঘরামী। ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। প্রতিবেশী ও স্বজনরা কিছুতেই সান্ত্বনা দিতে পারছেন না তাকে। সন্তান হারিয়ে সুমনের বীর মুক্তিযোদ্ধা বাবা সুশীল ঘরামী হয়ে পরেছেন বাকরুদ্ধ।

গত শুক্রবার বিকালে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী। শনিবার সন্ধ্যায় পুলিশের গান সেলুটের মধ্যদিয়ে বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়িতে পরিবারের ইচ্ছা অনুযায়ী সমাহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান।

শনিবার বিকালে সুমন ঘরামীর মরদেহ বাগেরহাটের কচুয়া উপজেলার মালিপাটন গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ। নিহত সুমন ঘরামীর ৬ বছরের মেয়ে স্নিগ্ধা ঘরামীর আর্তনাদে উপস্থিত লোকজন চোখের পানি ধরে রাখতে পারেনি। সুমন ঘরামীকে সমাহিত করার সময় বৃষ্টি উপেক্ষা মলিপাটন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত হন।

নিহত সুমন কুমার ঘরামী বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামীর ছেলে। নিহত সুমন তার স্ত্রী ও একমাত্র মেয়ে স্নিগ্ধা ঘরামীকে নিয়ে খুলনার পূজাখোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনারের (সোনাডাঙ্গা জোন) দেহরক্ষী ছিলেন।

এর আগে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর মরদেহ কেমমপির পুলিশ লাইনে নেয়া হয়। সেখানে গার্ড অব অনার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়। কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক, অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ও তাসলিমা খাতুনসহ পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া পুলিশ কনস্টেবল সুমন ঘরামী হত্যায় কেএমপির লবনচরা থানায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞত ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App