×

শেষের পাতা

স্বাস্থ্য খাতে অস্থিরতা চিকিৎসাসেবা ব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য খাতে অস্থিরতা চিকিৎসাসেবা ব্যাহত
   

আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারি হাসপাতালগুলোতে চলছে অস্থিরতা। পালাবদলের সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা গা ঢাকা দেন। আর কর্মীরা হয়ে পড়েন কোণঠাসা। মাঠ দখলে নেয় বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ সরকারের আমলে নিজেদের বঞ্চিত দাবি করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ জানিয়ে মিছিল, বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। শুধু চিকিৎসকরাই নন, নিজেদের দাবি আদায়ে মাঠে নেমেছেন নার্স, মিডওয়াইফ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররাও (সিএইচসিপি)। তাদের বক্তব্য এতকাল তারা বঞ্চিত ছিলেন। এবার প্রাপ্য বুঝে নেয়ার পালা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পদসহ অন্যান্য পদে প্রায় প্রতিদিনই হচ্ছে রদবদল। চুক্তি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত অনেকের চুক্তি বাতিল, পদত্যাগ, ওএসডি করার ঘটনাও ঘটছে। স্বাস্থ্য খাতের এই অস্থিরতা না কাটায় আওয়ামীপন্থি অনেক চিকিৎসক এখনো অফিসে যাচ্ছেন না, করছেন না প্রাইভেট চেম্বারও। এতে বিপাকে পড়েছেন রোগীরা।

গত ১৯ আগস্ট অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে মহাপরিচালকের পদ থেকে সরিয়ে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে ওই পদে (চলতি দায়িত্বে) পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেদিন থেকেই এর বিরোধিতা করে আসছে ড্যাবের নেতাকর্মীরা। তাদের বাধার মুখে দয়িত্ব পাওয়ার পরও অফিসে ঢুকতে পারছেন না অধ্যাপক ডা. রোবেদ আমিন। ড্যাব নেতারা তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে। ২২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচ) পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে বদলি করা হয়েছে। আর নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. শফিউল ইসলাম সাদিকে ওএসডি করা হয়েছে। আইপিএইচের পরিচালক অধ্যাপক ডা. শফিকুল হালিমকে স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই দিনই শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের চুক্তি বাতিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বেচ্ছায় অবসর চাইলেও তাকে ওএসডি করা হয়। অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ ও অধ্যাপক ডা. কামরুল হাসানকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ বেশ কয়েক জন পদত্যাগ করেন।

আরো পড়ুন: মাঙ্কিপক্স: যেসব লক্ষণে সাবধান হবেন

বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো; তখন যেমন স্বাচিপের একচ্ছত্র আধিপত্য ছিল। তেমনি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ড্যাবের একচ্ছত্র আধিপত্য। স্বাচিপ ও ড্যাবের দাপটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাত। ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে রাজনৈতিক মতাদর্শের কারণে একজন চিকিৎসককে ভয়-হুমকি দেখিয়ে রোগীদের চিকিৎসা সেবা থেকে বিরত রাখার বিষয়টি কাম্য হতে পারে না।

এ প্রসঙ্গে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট (ইলেক্ট) ডা. আবু জামিল ফয়সাল বলেন, দলীয় রাজনীতি সেবা খাতকে কতটা দুর্বল করতে পারে, তার জ¦লন্ত প্রমাণ স্বাস্থ্য খাত। চিকিৎসকদের রাজনীতির মতাদর্শ পেশাগত ক্ষেত্রে সম্পৃক্ত না করাই উত্তম। তাতে পেশাগত কাজ বাধাগ্রস্ত হয়। রোগীদের দুর্ভোগ বাড়ে।

এদিকে শপথ নেয়ার পর কর্মস্থলের প্রথমদিনই স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির ব্যাপারে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর বিষয়ে উদ্যোগী হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App