×

শেষের পাতা

স্বাস্থ্য খাত সংস্কারে তড়িঘড়ি নয়

Icon

সেবিকা দেবনাথ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য খাত সংস্কারে তড়িঘড়ি নয়

ছবি: সংগৃহীত

   

স্বাস্থ্য খাতে সংস্কারের প্রাথমিক কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পরই অবৈধ অসংখ্য পদায়ন বাতিল, ভারপ্রাপ্ত কিংবা চলতি দায়িত্বে থাকা কর্মকর্তাদের বদলি করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিয়ে দায়িত্ব দেয়ার মধ্য দিয়েই শুরু হয় সংস্কারের প্রাথমিক কাজ। এর পর দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কারে গত ৩ সেপ্টেম্বর ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিতে সভাপতি করা হয় স্বাস্থ্য অধিপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজকে।

বিশেষজ্ঞ প্যানেলের কার্যপরিধি হিসেবে বলা হয়, দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় বিষয়ভিত্তিক সংস্কারের জন্য নীতিনির্ধারণ, সব স্তরে চিকিৎসা শিক্ষার বিশ্বমানের স্বীকৃতি এবং উচ্চ শিক্ষাকে আধুনিকায়নের বিষয়ে পরামর্শ দেয়া, নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও কার্যকর, স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে সব স্বাস্থ্য কেন্দ্রে জনবল ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণী ও কাঠামোগত সংস্কার সম্পর্কিত পরামর্শ দেয়া এবং দেশের প্রধান প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেমন- বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলসহ (বিএনএমসি) অন্যান্য প্রতিষ্ঠানের রেগুলেটরি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ও শক্তিশালীকরণের বিষয়ে পরামর্শ দেয়া। তবে সংস্কারের কাজে কোনো তড়িঘড়ি করতে চায় না সরকার। বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরাও চান তাড়াহুড়ো না করে, চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের সংস্কার হোক।

বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ ফয়েজ ভোরের কাগজকে বলেন, বুধবার আমরা চিঠি হাতে পেয়েছি। বৃহস্পতিবার প্রথম বৈঠক করেছি। বলার মতো এখনো কোনো অবস্থান তৈরি হয়নি। কোন পদ্ধতিতে সংস্কার কাজ হবে এ সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। জানা যায়, প্রথম বৈঠকে পরিচিতিসহ প্রাথমিক আলোচনা হয়েছে মাত্র। চলতি সপ্তাহের শুরুতেই কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতের সংস্কার তাড়াতাড়ি সম্ভব নয়, তড়িঘড়ি করে করা যাবে না, উচিতও নয়। প্রয়োজনীয় সংস্কারের জন্য নীতিমালা করতে হবে। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ বহু ধরনের কর্মকর্তা, কর্মচারী রয়েছেন। আছে নানা স্তরের শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান। সংস্কার হতে হবে সবার জন্য, সব প্রতিষ্ঠানের জন্য। দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য খাতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি কী কী সংস্কার প্রয়োজন এবং কীভাবে এসব সংস্কার করা যেতে পারে, সে লক্ষ্যে ২০

আগস্ট স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশীজন সমন্বয়ে গঠন করা হয় অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস, বাংলাদেশ (এএইচআরবি)। অ্যালায়েন্সের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ।

স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, এই অ্যালায়েন্সের মূল লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার বিষয়ে একটি রূপরেখা দেয়া। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশীজনের মতামত নিচ্ছে এএইচআরবি। সেই মতামতের ভিত্তিকে করা সুপারিশমালা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করা হবে অ্যালায়েন্সের পক্ষ থেকে।

স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ ভোরের কাগজকে বলেন, স্বাস্থ্য খাত দেশের বিশাল একটি খাত। এর গুরুত্ব অন্য খাতের চেয়ে কোনো অংশ কম নয়। অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্যকে যেভাবে দেখছে তাতে স্বাস্থ্য খাত খুব একটা গুরুত্ব পাচ্ছে বলে মনে হচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টারও কোনো বক্তব্য এই বিষয়ে আমরা শুনিনি। তবে স্বাস্থ্য খাতের সংস্কারে বিশেষজ্ঞ প্যানেল হওয়ায় সরকারকে সাধুবাদ জানাই। সেখানে অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। স্বাস্থ্য খাতের বড় দুটি সমস্যা হচ্ছে রাজনীতিকরণ ও বাণিজ্যিকরণ। এ দুটি পরিবর্তন করতে হলে ‘টপ টু বটম’ বড় ধরনের সংস্কার প্রয়োজন। তবে তড়িঘড়ি না করে সময় নিয়ে এবং উপদেষ্টা পরিষদের সামগ্রিক সমর্থনের ভিত্তিতে এই সংস্কার হওয়া দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App