×

শেষের পাতা

পূজার নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন চায় হিন্দু মহাজোট

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পূজার নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন চায় হিন্দু মহাজোট

পূজার নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন চায় হিন্দু মহাজোট। ছবি: সংগৃহীত

   

আসন্ন দুর্গাপূজায় মন্দির ও মণ্ডপে হামলার আশঙ্কা করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সব পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন এবং দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি জানায় সংগঠনের নেতারা।

গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এসব দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়, নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গা পূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার। কারণ ৫ দিনের দুর্গাপূজায় মাত্র ১ দিন সরকারি ছুটি। যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ থাকবে, এবার থেকেই দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণা করা হোক। আমরা গত ১২ আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ৭ দফা দাবি নিয়ে আলোচনা করেছিলাম।

বক্তারা আরো বলেন, দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। কারণ পূজার আগে ও পরে বিভিন্ন জেলায় প্রতিমা বানানোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তাই এবার পূজামণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের স্থাপনা সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই ভাবতে শুরু করেছে। আমরা প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে ও মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলার সময় পর্যন্ত নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাচ্ছি।

হিন্দু মহাজোটের নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিশেষ রাজনৈতিক দলের হাতিয়ার হতে চায় না। গত দুই দশকে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের তথ্য শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার দাবি এবং অন্তর্বর্তী সরকারকে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেয়ার আহ্বানও জানান তারা। অন্যথায় সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভের হুঁশিয়ারিও দেন হিন্দু মহাজোটের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App