×

শেষের পাতা

সাফজয়ী ঋতুপর্ণার গ্রামে বইছে খুশির জোয়ার

Icon

কাগজ প্রতিবেদক, রাঙ্গামাটি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাফজয়ী ঋতুপর্ণার গ্রামে বইছে খুশির জোয়ার
   

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে বইছে খুশির জোয়ার। কারণ ওই গ্রামের মেয়ে ঋতুপর্ণা চাকমার দেয়া গোলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গত বুধবার নেপালের দশরথ স্টেডিয়ামে ইতিহাস রচনা করে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয় বাংলাদেশ। ২০ বছর বয়সি ঋতুপর্ণা ৮১তম মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়রের থ্রো-ইনে বল পেয়ে বাঁ-প্রান্তে ডি-বক্সের বাইরে থেকে হাওয়ায় ভাসানো শট নেন। ঝাঁপিয়ে তা ফেরানোর সর্বোচ্চ চেষ্টাই করেন নেপালের গোলরক্ষক আনজিলা তুম্বাপো। তার হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বল অতিক্রম করে গোললাইন। অসাধারণ এই গোল করে জয় ছিনিয়ে আনা ঋতুপর্ণা সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। স্বাভাবিকভাবে মঘাছড়িতে গতকাল থেকেই বইছিল আনন্দের বন্যা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মঘাছড়ি গ্রামের সবার মুখে মুখে ঋতুপর্ণার কথা। চা-দোকানের আড্ডা, জুমক্ষেত ও বাড়ির আঙিনা সর্বত্র কান পাতলেই ঋতুপর্ণার নাম শোনা যাচ্ছে। সাফের সেরা খেলোয়াড় হওয়ায় ঋতুপর্ণার মা বসুবতি চাকমাও আনন্দে আত্মহারা। গত বুধবার রাত থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। আজ সকাল থেকেই জনপ্রতিনিধি ও এলাকার লোকজন বাড়িতে শুভেচ্ছা জানাতে আসছেন। বসুবতি চাকমা বলেন, ‘সকাল ৯টার দিকে মেয়ে আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। এই অর্জনে আমরা খুব খুশি। ঋতু সবার কাছ থেকে দোয়া চেয়েছে। আমি প্রতি খেলার আগে তার জন্য

প্রার্থনা করি।’ কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা বলেন, ‘আমরা ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে মা ও পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। তিনি সেরা খেলোয়াড় হওয়ায় আমরা গর্বিত।’

এদিকে মঘাছড়ির মতো উৎসব আনন্দে ভাসছে আদাম গ্রামবাসীরা। সাফজয়ী দলের গোলরক্ষক রুপনা চাকমা নানিয়ারচর উপজেলার ভুইয়ো আদাম গ্রামের মেয়ে। দেশের জয়ে বড় অবদান রাখা রুপনা হয়েছেন সাফের সেরা গোলরক্ষক। ২০২২ সালের সাফে সেরা গোলরক্ষক হন রুপনা।

রুপনা চাকমার মা কালাসোনা চাকমা লোকজনের মুখে শুনেছেন তার মেয়ে এবারো সেরা গোলরক্ষক হয়েছে। তিনি বলেন, ‘আমার মেয়ে এবারো সেরা গোলরক্ষক হয়েছে বলে খবর পেয়েছি। তবে খবরটা তার কাছ থেকে পাইনি। লোকজনই জানিয়েছে আমাকে। গত বুধবার থেকেই বিভিন্ন জন ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। খুব খুশি লাগছে। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App