জিয়াউর রহমানের জন্মদিনে ১ দিনের কর্মসূচি বিএনপির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৯ জানুয়ারি (রবিবার) জিয়াউর রহমানের জন্মদিনের দিন বেলা ১১টায় সমাধিতে স্থায়ী কমিটির সদস্যসহ সব পর্যায়ের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন। দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা, বিএনপির পক্ষ থেকে দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ক্রোড়পত্র প্রকাশ, কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটগুলোতে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান এবং পোস্টার প্রকাশ করা হবে।
এর আগে রিজভীর সভাপতিত্বে যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু, উত্তরের মোস্তফা জামান, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, যুবদলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের নাছির উদ্দীন নাছির, উলামা দলের কাজী আবুল হোসেন, জাসাসের জাকির হোসেন রোকন, তাঁতীদলের মজিবুর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।