×

খবর

কিংফিসার বারে অভিযান

বিপুল পরিমাণে বিদেশি মদ মিলল সেপটিক ট্যাংকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 বিপুল পরিমাণে বিদেশি মদ মিলল সেপটিক ট্যাংকে

ছবি: সংগৃহীত

   

রাজধানীর উত্তরায় কিংফিসার রেস্টুরেন্ট অ্যান্ড বারে অভিযান চালিয়ে সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মো. এমরান হোসেন ওরফে বাবু ও মো. আলমগীর কবির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বারটিতে অসামাজিক কার্যকলাপ ও বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা হয়ে আসছিল বলে জানিয়েছে ডিএনসি। এটির মালিক মো. মোক্তার হোসেন বিদেশে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি সংস্থাটি।

ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার কিংফিসার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল মদ ও ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। ডিএনসি কর্মকর্তা আরো বলেন, কিংফিসার রেস্টুরেন্টের অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিষিয়ে তুলেছিল বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে গ্রেপ্তার করায় আনন্দ উল্লাস করেন স্থানীয়রা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কিংফিসার রেস্টুরেন্ট অ্যান্ড বারের মালিক মো. মোক্তার হোসেন দেশের বাইরে থাকায় তাকে পলাতক হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App