×

খেলা

অভিষেক রাঙাতে ব্যর্থ এনদ্রিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অভিষেক রাঙাতে ব্যর্থ এনদ্রিক

এনদ্রিক

   

ফুটবলে এখন চলছে প্রাক-মৌসুম প্রস্তুতি। ইউরোপের দলগুলো একে অন্যের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। ফুটবল বিশ্বের সফল ক্লাবগুলোর অন্যতম রিয়াল মাদ্রিদ। এই ক্লাবের জার্সি গায়ে জড়ানো স্বপ্ন থাকে ফুটবলারদের। যেমন, ছোটবেলা থেকে রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখতেন কিলিয়ান এমবাপ্পে এবং এনদ্রিক। চলতি মৌসুমের শুরুতেই সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছেন তারা।

জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই দুই তারকা ফুটবলারকে বরণ করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ডে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে এনদ্রিকের অভিষেক হলেও এমবাপ্পে এখনো অপেক্ষায় রয়েছেন।

তবে রিয়ালের অভিষেকটা রাঙাতে পারেননি এই ব্রাজিলিয়ান তরুণ। প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নেমে দর্শকদের সেভাবে উচ্ছ¡সিত করতে পারেননি তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ডে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তরুণ।

রিয়ালে শুরুটা অবশ্য ভালো হয়নি এনদ্রিকের। যেমন, জমকালো আয়োজনের মাধ্যমে এনদ্রিককে বরণ করেছিল রিয়াল, প্রথম ম্যাচে দর্শকদের সেভাবে উচ্ছ¡সিত করতে পারেননি তিনি। এই ম্যাচে মিলানের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে এনদ্রিকের রিয়াল। ৬১ হাজার ৫৬৮ জন দর্শকের সামনে গতকাল লক্ষ্যে কেবল একটি শট নিতে পেরেছেন এনদ্রিক। সেটি ম্যাচের ৪৫ মিনিটে। এরপর অবশ্য এনদ্রিককে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে এনদ্রিকের ফুটবল দক্ষতার প্রশংসা করতে দেখা গেছে রিয়াল কোচকে।

আনচেলত্তি বলেন, ‘সে (এনদ্রিক) এমন একজন, যার সত্যিই বিশেষ কিছু আছে। সে খুব দ্রুত ও আঁটসাঁট জায়গায় খুব বিপজ্জনক। অল্প জায়গায় গতির সঙ্গে ঘুরানোর ক্ষমতা রাখে। নিজেকে মুক্ত করতে খুব চটপটে এবং তার এই সমস্ত গুণাবলির অর্থ হলো সে একজন দুর্দান্ত প্রতিভাবান (খেলোয়াড়)। এই ধরনের খেলোয়াড় পাওয়া কঠিন ব্যাপার।’

এই ম্যাচে খেলেননি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে রিয়ালে যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোর মতো বড় তারকারা। এসি মিলানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান উইঙ্গার স্যামুয়েল চুকউইজে। ৫৬ মিনিটে গোল করেন মিলানের জয় নিশ্চিত করেন তিনি। মৌসুম পূর্ববর্তী সেশনে এটি তাদের দ্বিতীয় জয়।

রিয়ালের পরবর্তী লক্ষ্য এল-ক্লাসিকো। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বার্সেলোনার বিপক্ষে আগামী শনিবার এক ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লস ব্লাঙ্কসরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App