বিদায় মানতে পারছেন না মাসচেরানো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা! টানা তিনটি বৈশ্বিক শিরোপা জিতে রীতিমতো উড়ছিল আর্জেন্টিনা। কিন্তু সেই আর্জেন্টিনার তরুণরাই হারল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের মঞ্চে। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে দল হিসেবে ফেভারিট ছিল সেখানে হারাটা অপ্রত্যাশিতই ছিল আর্জেন্টিনার। তাছাড়া ম্যাচজুড়ে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। তাদের ১৬ শটের বিপরীতে ফ্রান্স নিয়েছে ১০টি। আর লক্ষ্যে আর্জেন্টাইনদের শট ছিল চারটি, স্বাগতিকদের দুটি। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইনরা। তবে পায়নি কাক্সিক্ষত সেই গোলের দেখা।
তাই হতাশায় পুড়ছেন কোচ হাভিয়ের মাসচেরানো। বিদায়কে মেনে নিয়ে আপাতত হার হজম করার চেষ্টায় আজেন্টাইন কোচ। এই হার নিয়ে আর্জেন্টিনা দলের কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি।
‘ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’ এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তারা। তাই হতাশা প্রকাশ করে মাসচেরানো বলেন, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।’
তিনি আরো বলেন, আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং এবার আমাদের খালি হাতে ঘরে ফেরার পালা ছিল।
দলের তিন সিনিয়র ফুটবলারকে ধন্যবাদ জানিয়ে এই কোচ বলেন, তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা। বাস্তবতা হলো, খুব খারাপ লাগছে। কারণ, দল অনেক দূর যাবে, এই আশা ছিল আমাদের।
পুরো ম্যাচে দারুণ খেলেছে আর্জেন্টিনা। কেবল ফিনিশিংয়ে নিজেদের চেনাতে পারেনি মাসচেরানোর দল। এ নিয়ে খানিক আক্ষেপ ঝরল সাবেক ডিফেন্ডারের কণ্ঠে, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।’ ১৬টি গোলের সুযোগ তৈরি করেও একবার জাল লক্ষ্যভেদ করতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোচের মতে, সেমিফাইনালে যাওয়া তাদের ভাগ্যে ছিল না, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা।’