×

খেলা

সৌদি প্রো লিগে রোনালদোর হাফসেঞ্চুরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সৌদি প্রো লিগে রোনালদোর হাফসেঞ্চুরি

ক্রিশ্চিয়ানো রোনালদো

   

একের পর এক অসাধারণ সব রেকর্ড গড়ে যাচ্ছেন আল নাসরের হয়ে খেলা পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল সৌদি প্রো লিগের ক্যারিয়ারে ৫০টি গোল করার রেকর্ড করেন এই পর্তুগিজ তারকা। যদিও দলীয়ভাবে আল নাসরের জন্য ম্যাচটি ছিল হতাশার। আল রাইদের বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় সৌদি আরবে ঐতিহ্যবাহী ক্লাবটিকে। ফলে মৌসুমের শুরুটাই হয়েছে তাদের পয়েন্ট হারিয়ে। এদিকে ম্যাচটি শুরু হওয়ার আগের দিনে একটি ইউটিউব চ্যানেল খুলে অনুসারী সংখ্যার রেকর্ড গড়েন রোনালদো।

এ নিয়ে চতুর্থ লিগে ন্যূনতম ৫০ গোল করলেন রোনালদো। এর আগে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা এবং ইতালির সিরি’আ তেও একই কীর্তি গড়েছিলেন এই পর্তুগিজ তারকা। রোনালদো সৌদি লিগের ৫০তম গোলটি করেছেন গতকাল রাতে আল রাইদের বিপক্ষে। কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের ৩৪তম মিনিটে গোলটি করেন চমৎকার এক হেডে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও একবার বল জালে জড়ান রোনালদো। তবে ৮৫ মিনিটের সেই গোল ভিএআর অফসাইড হিসেবে বাতিল করে দেয়। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আল নাসরকে। এটি ছিল নতুন মৌসুমে দুই দলের প্রথম ম্যাচ।

২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসরে খেলছেন রোনালদো। গত দেড় বছর পূর্ণাঙ্গ মৌসুম ছিল ২০২৩-২৪, যেখানে লিগ রেকর্ড ৩৫ গোল করেছিলেন তিনি। ৬৮ বছরের পুরনো ক্লাব আল নাসরে অবশ্য রোনালদোর আগেও ৫০ গোলের মাইলফলক ছোঁয়া ফুটবলার আছেন। এই কীর্তিটা আছে মোহাম্মদ আল সাহলাবি, আবদুল রাজ্জাক হামাদাল্লাহ এবং রোনালদোর ব্রাজিলিয়ান সতীর্থ অ্যান্ডারসন তালিস্কার। মোহাম্মদ আল সাহলাবি করেছেন ৭৭টি গোল, আবদুল রাজ্জাক হামাদাল্লাহ করেছেন ৫৬ গোল এবাং অ্যান্ডারসন তালিস্কার করেছেন বরাবর ৫০টি গোল।

সৌদে লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শেও রোনালদো প্রথম নন। তিনি সময় নিয়েছেন ৪৮ ম্যাচ। বর্তমানে আল শাবাবের হয়ে খেলা সাবেক আল নাসর স্ট্রাইকার হামাদাল্লাহ ৫০ ছুঁয়েছিলেন ৪২ ম্যাচেই। আর আল-আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমাহ এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন ৪৫তম ম্যাচে। এদিকে আরো একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো। আর মাত্র ২ গোল করলেই ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের মালিক হবেন তিনি। যার মধ্যে ক্লাব ও জাতীয় দলের পরিসংখ্যান অন্তর্ভুক্ত।

এখন পর্যন্ত নিজ দেশের হয়ে ২১২ ম্যাচে ১৩০টি গোল করেছেন রোনালদো এবং এসিস্ট করেছেন ৩৬টি। এদিকে এখন পর্যন্ত ৭২ ম্যাচে আল নাসরের হয়ে ৬৬ গোল করেছেন তিনি। যেখানে এসিস্ট করেছেন ১৬টি গোলে। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা কোনো ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ডসংখ্যক জয়। কর্মজীবনে তিনি ৩৪টি প্রধান সারির শিরোপা জয় করেছেন, তন্মধ্যে রয়েছে সাতটি লিগ শিরোপা, পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, এবং একটি উয়েফা নেশনস লিগ শিরোপা।

এর আগে গতকালের ম্যাচ শুরুর আগের দিনে ইউটিউবে একটি চ্যানেল খুলেও বিশ্বরেকর্ড গড়েছিলেন সি আর সেভেন। গত বুধবার ইউটিউবে ‘ইউ আর ক্রিশ্চিয়ানো’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। যার সাবস্ক্রিপশন সংখ্যা প্রথম দু দিনেই আঠারো মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের ইতিহাসে এত কম সময়ে এত বেশি সাবস্ক্রিপশন এর আগে দেখা যায়নি। একই সঙ্গে চ্যানেলে অনুসারী সংখ্যা লিওনেল মেসিকে মাত্র ২ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে গেছেন রোনালদো। সি আর সেভেন চ্যানেলটি খুলতেই ইন্টারনেট ব্যবহারকারীরা হামলে পড়েছেন। চ্যানেলটিতে একদিনেই অনুসারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। প্রথম এক ঘণ্টাতেই তার অনুসারীর সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ স্পর্শ করেছে, সংবাদমাধ্যম আল জাজিরার দাবি অনুযায়ী যা নতুন বিশ্বরেকর্ড। এর আগে এত অল্প সময়ে আর কোনো ইউটিউব চ্যানেলের অনুসারীসংখ্যা ১ মিলিয়ন ছাড়ায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App