×

খেলা

ভুটানের বিপক্ষে প্রস্তুতি শুরু জামালদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভুটানের বিপক্ষে প্রস্তুতি শুরু জামালদের

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

   

আগামী ৫ ও ৮ আগস্ট ভুটানের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ভুটান সফরকে সামনে রেখে ইতোমধ্যেই ক্যাম্প শুরু করেছে জামাল ভূঁইয়ারা। ভুটানের উদ্দেশে রওয়ানা দেয়ার আগে ঢাকায় তিন দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। গতকাল এমন প্রত্যাশাই করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

লম্বা একটা বিরতি দিয়ে আবারো জাতীয় দলের জার্সি গায়ে ব্যস্ততা শুরু ফুটবলারদের। এবারের মিশন সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। তবে হোম ম্যাচ খেলার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় আর ঘরের মাটিতে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। গন্তব্য ভুটান, সেখানেই দুই ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য ১৪ ফুটবলার নিয়ে ইতোমধ্যেই ক্যাম্প শুরু করেছেন স্প্যানিশ কোচ কাবরেরা। ঢাকার পাঁচ তারকা এক হোটেলে রিপোর্টিং সেরেছেন ফুটবলাররা। এদিন সবার আগে হোটেলে আসেন রহমত মিয়া। এরপর এক এক করে রিপোর্টিং করেন পাপ্পু, সুজন, জামাল ভূঁইয়াসহ বাকিরা। ভুটানে যাওয়ার আগে ঢাকায় তিন দিন অনুশীলনের সুযোগ পাবে দল।

এবারের অ্যাসাইনমেন্টে বেশ কড়া নজরদারি কোচ হাভিয়ের কাবরেরার। আগে থেকে নিয়ম বেঁধে ফুটবলারদের অনুশীলনের তালিকা দিয়ে দিয়েছেন কোচ। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন সেরেছেন ফুটবলাররা।

ভুটানের বিপক্ষে ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার কোনো পরিকল্পনা না থাকলেও সেখানকার পরিস্থিতিতে মানিয়ে নিতে অনুশীলনেই ভরসা। এছাড়া অনূর্ধ্ব-২০ দল থেকে ভালো করা ফুটবলারদের এই ম্যাচের স্কোয়াডে রাখারও আভাস দিলেন কোচ।

কাবরেরা বলেন, ‘প্রথমেই আমাকে বুঝতে হবে, খেলোয়াড়দের কী অবস্থা। তারা এতদিন নিজেদের মতো অনুশীলন করেছে। ভুটান যাওয়ার আগে আমরা তিন দিন মনযোগী হয়েই অনুশীলন করব। দীর্ঘদিন বিরতি থাকায় ভুটানের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং। তবে আমরা সেই চ্যালেঞ্জ উতরে যেতে সর্বোচ্চ চেষ্টা করব। অনূর্ধ্ব-২০ দলে ভালো খেলা ফুটবলারদের ওপর আমরা নজর রেখেছি। দেখা যাক, ওদের টুর্নামেন্ট শেষে এই নিয়ে ভাবব। কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই, তবে আমরা সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজনীয় সময় পাব।’ লম্বা বিরতিতে ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগবে। তবে, দলের সবার সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় খুব একটা ভাবছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে, ভুটানের বিপক্ষে তাদের মাটিতে খেলাটা চ্যালেঞ্জিং হবে বলে মানছেন ক্যাপ্টেন। জামাল বলেন, ‘শুরুতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি মনে করি, সবার সঙ্গেই অনেক লম্বা সময় কেটেছে। তাই সমস্যা হবে না। চ্যালেঞ্জ বলতে উচ্চতা, কারণ ওখানে পর্বত আছে, আর কৃত্রিম গ্রাউন্ড মনে হয়, এটা একটু চ্যালেঞ্জিং হবে। তবে আমি মনে করি, আমরা এটা ওভারকাম করতে পারব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App