×

খেলা

মৌসুমের প্রথম জয় আল নাসরের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মৌসুমের প্রথম জয় আল নাসরের

ছবি: সংগৃহীত

   

সৌদি প্রো লিগে গতকাল আল ফেইহার বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। এবারের মৌসুমে এটিই ক্লাবটির প্রথম জয়। এর আগে মৌসুমের প্রথম ম্যাচে আল রায়েদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সৌদি আরবের ক্লাবটি। আল নাসরের হয়ে গতকাল জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। পর্তুগিজ তারকা রোনালদোর পা থেকে এসেছে একটি গোল। এ পর্যন্ত নিজের ক্যারিয়ারে ৮৯৯টি গোল করেছেন সিআরসেভেন। এদিকে লা লিগায় টানা ৩য় ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। ফলে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা।

সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আল নাসর। এই ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন রোনালদো। এটি ছিল তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল। ২২ বছরের পেশাদার ক্যারিয়ার পেরিয়ে এত গোলের পর রোনালদো বলেন, ‘এটা কেবল শুরু। চলো এগিয়ে যাই আল নাসর।’ ম্যাচের ৫ মিনিটে রোনালদোর বানানো বল থেকে গোল করেন আল নাসরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা। প্রথমার্ধে যোগ করা সময়ের ১০ মিনিটে আল ফেইহার বক্সের সামনে ফাউলের কারণে ফ্রি-কিক পায় আল নাসর। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, ফ্রি-কিকটি নেয়ার আগে রোনালদো পর্তুগিজ ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই নিজেকে বলেছেন, ‘আমিই সেরা।’ ফ্রি-কিকে গতিতে ভরসা না রেখে বলটি সঠিক জায়গা দিয়ে জালে পাঠানোই লক্ষ্য ছিল রোনালদোর। তার বাঁকানো শটটটি ঠিক সেভাবেই আল ফেইহা গোলকিপারের বাঁ-দিক দিয়ে আশ্রয় নিয়েছে জালে। ফ্রি-কিক থেকে এটা ছিল রোনালদোর ক্যারিয়ারে ৬৪তম গোল। এই তালিকায় লিওনেল মেসি ও ডেভিড বেকহামের চেয়ে এক গোল পিছিয়ে আছেন রোনালদো। ৭৭ গোল নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল ও লিওঁর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জুনিনহো পেরনামবুকানো।

সংবাদমাধ্যম আরো জানিয়েছে, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ২৩ মৌসুম ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনালদো। তবে ম্যাচের ৫৯ মিনিটে ক্যারিয়ারের ৯০০তম গোলও পেতে পারতেন পর্তুগিজ ফরোয়ার্ড। তালিসকার পাস থেকে গোলকিপারকে সামনে একা পেয়েও বল পোস্টের বাইরে মারেন রোনালদো। এ যাত্রায় না হলেও ক্যারিয়ারের ৯০০তম গোলটি যে রোনালদো দ্রুতই পেয়ে যাবেন, তা না বললেও চলে। মার্সেলো ব্রোজোভিচ এবং তালিসকা আল নাসরের হয়ে ম্যাচের বাকি দুটি গোল করেন। সৌদি প্রো লিগে এ নিয়ে আল নাসরের দুই ম্যাচেই গোল পেলেন রোনালদো।

এদিকে অভিষিক্ত ডানি ওলমোর গোলে পিছিয়ে পড়েও রায়ো ভায়োকানোকে লা লিগায় ২-১ ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ এই প্লেমেকার ৮২ মিনিটে বার্সেলোনাকে তিন ম্যাচে তৃতীয় জয় পেতে সহযোগিতা করেছেন। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে মৌসুমের শুরুটাও দুর্দান্ত করেছেন কাতালান জায়ান্টরা। এই ম্যাচের আগপর্যন্ত আর্থিক আইন ভঙ্গের কারণে আরবি লিপজিগ থেকে ওলমোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারছিল না বার্সা। গতকাল প্রথম ম্যাচে মাঠে নেমেই রায়োর ভায়েকাস স্টেডিয়ামে নিজেকে প্রমাণ করেছেন স্প্যানিশ এই তারকা।

প্রথমার্ধে উইনাই লোপেজের গোলে এগিয়ে গিয়েছিল রায়ো। ৬০ মিনিটে পেড্রির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দলকে তিন পয়েন্ট উপহার দিয়েছেন ওলমো। ম্যাচের একেবারে শেষভাগে হাঁটুর ইনজুরিতে পড়ে ১৭ বছর বয়সি ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল মাঠ ছাড়তে বাধ্য হন। মৌসুমের শুরুতেই ভালো খেলতে থাকা তরুণ এই মিডফিল্ডারের ইনজুরি ফ্লিককে দুঃশ্চিন্তায় ফেলেছে। ক্লাবের শতবর্ষ পালনকারী রায়ো ভায়োকানো এ সপ্তাহের শুরুতে রিয়াল মাদ্রিদের সাবেক প্লেমেকার হামেস রড্রিগুয়েজকে দলে ভিড়িয়েছে। কাল অবশ্য প্রেসিডেন্সিয়াল বক্সে বসে কলম্বিয়ান এই তারকা ম্যাচ উপভোগ করেছেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ম্যাচ উপহার দেয় স্বাগতিকরা। ডানদিক থেকে জর্জ ডি ফ্রæটোস বারবার আক্রমণ করার চেষ্টা করেছেন। তার ক্রসেই লোপেজের লো ফিনিশিংয়ে ৯ মিনিটে এগিয়ে যায় রায়ো। প্রথমার্ধে বার্সেলোনাকে ভালোই প্রতিরোধ করেছে রায়ো। মাঝে মাঝে টিনএজার লামিন ইয়ামাল কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করেছেন। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের স্থানে ওলমোকে মাঠে নামান ফ্লিক। ওলমো মাঠে নেমেই সেন্ট্রাল এ্যাটাকিং মিডফিল্ড পজিশনের দায়িত্ব কাঁধে তুলে নেন। এ সময় বামদিক থেকে তাকে সহযোগিতা করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

পোলিশ অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লিওয়ানদোস্কি ম্যাচে প্রায় সমতা এনেই ফেলেছিলেন। কিন্তু রাফিনহার বিপজ্জনক ক্রসে তার শটটি গোলের ঠিকানা খুঁজে পায়নি। রাফিনহার ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৩০ গজ দূর থেকে ওলমোর শট ক্রসবারে লেগে ফেরত আসে। আক্রমণের ধার বজায় রেখে ৬০ মিনিটে রাফিনহার পাসে সমতা ফেরায় পেড্রি। ১০ মিনিট পর ইয়ামালের শট গোলরক্ষক ডানি কারডেনাস রুখে দিলে ফিরতি বল লেভানদোভস্কি বল জালে জড়ান। কিন্তু তার গোল জুলেস কুন্ডের ফাউলের কারণে বিতর্কিতভাবে বাতিল করে দেয় ভিএআর। ৮২ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে ওলমো আর কোনো ভুল করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App