×

খেলা

বিসিবি থেকে নাইমুর রহমানের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিসিবি থেকে নাইমুর রহমানের পদত্যাগ

নাঈমুর রহমান দুর্জয়

   

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে লেগেছে বদলের হাওয়া। ইতোমধ্যেই দেশের ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিতে লেগেছে পদত্যাগের হিড়িক। বিসিবি সভাপতি থেকে শুরু করে একে একে পরিচালকদের পদে আসছে পরিবর্তন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক গতকাল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর বলেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’ সরকার পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাঈমুরই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন। এর আগে সভাপতির পদ থেকে নাজমুল ও উইমেন্স উইং প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী। তবে এ দুজনের কেউ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেননি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুসও এনএসসির অনুরোধ সরে দাঁড়িয়েছেন পরিচালকের পদ থেকে।

এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম নিজ থেকে পদত্যাগ না করলেও এনএসসি তার মনোনয়ন বাতিল করে বিসিবিতে নতুন পরিচালক দিয়েছে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহেমদ ও নাজমুল আবেদীন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক পরে বোর্ড পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বোর্ড সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও আগের দুই মেয়াদে মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন নাঈমুর। অবশ্য সংসদ সদস্য হওয়ার আগে থেকেই তিনি বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিসিবি থেকে গা ঢাকা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কিছু পরিচালক। এর মধ্যে এক বোর্ড সভায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক করা হয় ফারুক আহমেদকে। পরে তিনি হন বিসিবি সভাপতিও। এছাড়া এনএসসি থেকেই আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় নেয়া হয় নাজমুল আবেদীন ফাহিমকে। ওই দিনের বোর্ড সভার পর আরো একবার সভা হয়েছিল গত ২৮ আগস্ট। এই সভার পর ৭ জন বোর্ড পরিচালক তাদের পদ হারিয়েছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিনটি বোর্ড সভায় না থাকলে সদস্য পদ হারাবেন পরিচালক। এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ শেষ দুটি বোর্ড সভায় অংশ নেননি। তারা ছিলেন না পাপনের নেতৃত্বাধীন বোর্ডের শেষ সভাতেও। এজন্য তাদের পরিচালক পদ হারাতে হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App