ইউরোপে রেকর্ড গড়লেন বাংলাদেশি নারী বক্সার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জিন্নাত ফেরদৌস
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার জিন্নাত ফেরদৌস পোল্যান্ডে অনুষ্ঠিত সিলেসিয়ান ওপেন নামে পরিচিত বিশ্বখ্যাত আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি ইউরোপীয় বক্সিং কনফেডারেশন থেকে কোনো বাংলাদেশির প্রথম পদক জয়। প্রতিযোগিতাটি পোল্যান্ডের গিøউইসে আয়োজিত হয়েছিল। সাবেক অলিম্পিক চ্যাম্পিয়নসহ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মোট ১৭টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। জিন্নাত কোয়ার্টার ফাইনালে প্রথম বাউটে জিতে পদক নিশ্চিত করেন।
নিউইয়র্কে ফিরে গতকাল জিন্নাত বলেন, ‘পোল্যান্ডের গিøউইসে একটি টুর্নামেন্টে আমি ব্রোঞ্জ জিতেছি। বক্সিং ফেডারেশনের একজন কর্মকর্তার বরাতে আমি বলছি এটি ইউরোপীয় বক্সিং কনফেডারেশন থেকে বাংলাদেশের প্রথম পদক’। এর আগে, চলতি বছরের ২৩ এপ্রিল প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ডারবানে বক্সিংয়ে ইতিহাস গড়েন বক্সার জিন্নাত ফেরদৌস। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেন তিনি। ৫০ কেজি ওজন শ্রেণিতে তিনি ফাইনালে হারিয়েছেন ইথিওপিয়ার প্রতিযোগীকে। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এটিকে গেল দেড় দশকে দেশের সেরা সাফল্য মনে করেন।
বিদেশের মাটিতে এমন সফলতার পর গর্বিত দেশের বক্সিং সংশ্লিষ্টরা। জিন্নাত ফেরদৌসের বক্সিংয়ে আবির্ভাব গত বছর হঠাৎ করেই। তিনি লাল-সবুজের হয়ে অংশ নেন এশিয়ান গেমসেও। সেখানে যদিও প্রথম বিশ্বমঞ্চে তেমন ভালো কিছু করতে পারেননি। এরপর যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কোচের কাছে ট্রেনিং চালিয়ে যান জিন্নাত। তার ঝুলিতে অবশেষে সাফল্য ধরা দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা কাপে গোল্ড জিতেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেছেন, ‘জিন্নাতের স্বর্ণপদক জয় দেশের বক্সিংয়ের জন্য অনেক বড় একটি সফলতা। তার স্বর্ণ জয়ই দেশের সেরা সাফল্য। জিন্নাতের পারফরম্যান্স, অভিজ্ঞতা ও ফাইটিং দক্ষতা খুবই ভালো। আগামী মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া ফাইটে ভালো কিছু আশা করতে পারি’।