বোনাসের একটি অংশ বন্যার্তদের দেবেন শান্ত-মুশফিকরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি- সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ জিতেছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে তারা জিতেছে ২-০ ব্যবধানে। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেয়ার ব্যাপারটি অনুমিতই ছিল। গতকাল বোনাসের টাকা বুঝে পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের তিন কোটি ২০ লাখ টাকা বোনাস উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম সঙ্গে ছিলেন।
ক্রিকেটারদের উইনিং বোনাস দেয়ার রীতি নতুন নয়। সব সময় অবশ্য ঘটা করে সেটি দেয়া হয় না। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের কারণে এবার আয়োজন করেই বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রত্যেক ক্রিকেটার পেয়েছেন ২০ লাখ টাকা করে। শুধু ক্রিকেটাররা নন, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদেরও বোনাস দেয়া হয়েছে। কোচরা যার যার চুক্তি অনুযায়ী বোনাস পেয়েছেন। ম্যানেজারসহ বাকিরা বিসিবির তরফ থেকে বিশেষ বোনাস পেয়েছেন।
ক্রিকেটারদের বোনাস দেয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘ক্রিকেটারদের চুক্তিতে একটা উইনিং বোনাস আছে। ওটা এখন যত দ্রুত সম্ভব দিয়ে দেয়ার চেষ্টা করেছি। এটাই মূল অনুষ্ঠান ছিল।’
বন্যার পানি নেমে গেলেও এখনো স্বাভাবিক হয়নি সেখানকার জীবনযাত্রা। বোনাসের একটা অংশ সেই মানুষদের দেয়ার কথা জানিয়েছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনো সবাই খুব স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনো অনেক মানুষ বিপদে আছে, কাটিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের মানুষ অনেক কষ্ট করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমরা যে বোনাসটা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ দিয়ে তাদের সহায়তা করার জন্য।’
এ সময় পুরো দেশের মানুষকেই বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘আমি আশা করব দেশের আরো অনেক মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে আপনারা তাদের পাশে থাকবেন।’
এ সময় বোর্ড সভাপতিকেও ধন্যবাদ জানিয়েছেন শান্ত। উল্লেখ করেছেন, এমন আয়োজন খেলোয়াড়দের উৎসাহিত করবে, ‘ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে। আমাদের যে বোনাসের কমিটমেন্টটা উনি করেছেন, যেটা একটু আগে উনি ম্যানশন করলেন এটা আমাদের চুক্তির একটা অংশ। এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।’ র্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে ভিন্ন অঙ্কের বোনাস পাওয়ার রেওয়াজ আছে। পাকিস্তান টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এবং বাংলাদেশ সিরিজ জেতায় বোনাসের অঙ্ক বেড়েছে। ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী, র্যাঙ্কিংয়ে ১-৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে ম্যাচ প্রতি ৪ লাখ টাকা করে বোনাস পান ক্রিকেটাররা। এটা ম্যাচ ফির ৬ লাখ টাকার বাইরে। এবার দুই ম্যাচ জেতায় ক্রিকেটাররা ৮ লাখ টাকা পাবেন। সঙ্গে সিরিজ জয়ের জন্য বাড়তি আরো ৪ লাখ টাকা যোগ হচ্ছে। চুক্তি অনুযায়ী এই ১২ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা।
এর বাইরে বোর্ড সভাপতির তরফ থেকে দুটি বোনাস ঘোষণা করা হয়েছে। যাতে করে সংখ্যাটা দাঁড়িয়েছে ২০ লাখে।