×

খেলা

সাফ অনূর্ধ্ব-১৭

ফিনিশিংয়ের অভাবে ফিকে সাফের স্বপ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিনিশিংয়ের অভাবে ফিকে সাফের স্বপ্ন

ছবি: সংগৃহীত

   

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। পুরো ম্যাচ আক্রমণাত্মক ফুটবল খেললেও ফিনিশিংয়ের অভাবে কমপক্ষে পাঁচটি নিশ্চিত সুযোগ হাতছাড়া হয় লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মুর্শিদ আলী। ম্যাচের ৮৬ মিনিটে গোলবার ফাঁকা পেয়েও বল বাইরে মেরে বসেন বাংলাদেশের স্ট্রাইকার। এই ড্রয়ে সেমির ভাগ্য অনেকটাই ঝুলে গিয়েছে ভারত-মালদ্বীপ ম্যাচের ওপর।

ভুটানে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। কিন্তু প্রথমার্ধে কোনোভাবেই রক্ষণকে ভেদ করে গোলের দেখা পায়নি দুদলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে টপ কর্নারে নিশানা ভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন মুর্শিদ। এরপর একের পর এক আক্রমণে কোণঠাসা করে তোলেন মালদ্বীপ অনূর্ধ্ব-১৭ দলকে। ম্যাচের ৬৯ মিনিটে একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। কিন্তু ৭৯ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে গোল হজম করে বসে বাংলাদেশ। এরপর গোলের জন্য মরিয়া বাংলাদেশ অলআউট অ্যাটাকে যায়। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে তারা। ৮৬ মিনিটে সহজ সুযোগ নষ্টের পর যোগ করা সময়ের শেষ মিনিটের ডি-বক্সের ভেতরে ওপেন শট ডিফেন্ডারের গাঁয়ে মেরে বসেন বাংলাদেশের আক্রমণ ভাগের খেলোয়াড়। রেফারি শেষ বাঁশি বাজালে মাঠে হতাশ হয়ে শুয়ে পড়েন বাংলাদেশের যুবারা। যে ম্যাচে কমপক্ষে তিন বা চার গোলের ব্যবধানে জেতার কথা, সেখানে পয়েন্ট ভাগাভাগি করে সেমির স্বপ্ন অস্পষ্ট হয়ে গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য ড্র। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে উল্লাসে মাতে ভারত। ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন সুমিত শর্মা। সপ্তাহ দেড়েক আগে ভুটানে থিম্পুর এই চাংলিমিথাংয়েই বাংলাদেশ সিনিয়র দল স্বাগতিকদের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছিল। পরের রাউন্ডে যাওয়াটা অনেকটাই এখন ভারতের ওপর নির্ভর হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য। কেননা মালদ্বীপ বাংলাদেশ উভয় দলেরই পয়েন্ট এখন সমান। তবে ভারতের কাছে হেরে গোল ব্যবধানে-১ হয়ে বাংলাদেশের অবস্থান তিনে। ভারত যদি মালদ্বীপকে এক গোলের বেশি ব্যবধানে হারাতে পারে তাহলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

কেননা তিন দলের গ্রুপ থেকে ২টি দল সেমিতে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে ভারত এবং মালদ্বীপ ড্র করলে কিংবা মালদ্বীপ জিতলে কপাল পুড়বে বাংলাদেশের। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-মালদ্বীপ। এর আগে গত বছর ফাইনালে এই ভারতের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App