আটলান্টাকে জেতালেন সাইফউদ্দিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ সাইফউদ্দিন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে থাকার পর যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আবারো প্রমাণ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আটলান্টা ফায়ারের হয়ে খেলতে নেমে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন তিনি, যার ফলে তার দল ফোর্ট লডারডেল লায়ন্সের বিপক্ষে বিশাল জয় তুলে নেয়। বল হাতে ৪ ওভারে ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন সাইফউদ্দিন। অন্যদিকে ব্যাট হাতে ১৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩২ রান করেন তিনি।
সাইফউদ্দিনের দল প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন স্টিভেন টেলর, যিনি ৬১ বলে ১১২ রানের দারুণ সেঞ্চুরি করেন। ফিনিশিংয়ে সাইফউদ্দিন ঝোড়ো ব্যাটিং করে দলকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যান। ১৮ বলের ছোট ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ রান করেন তিনি। ব্যাট হাতে অবদান রাখার পর সাইফউদ্দিন বল হাতেও জ¦লে ওঠেন। ইনিংসের প্রথম বলেই ত্যাগনারায়ণ চন্দরপলকে গোল্ডেন ডাকের স্বাদ দেন তিনি, যা প্রতিপক্ষের জন্য ছিল একটি বড় ধাক্কা। এরপর আরো একটি উইকেট নিয়ে ম্যাচে নিজের প্রভাব আরো বাড়ান।
ফোর্ট লডারডেল লায়ন্স দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে সক্ষম হয়। ৪ ওভার বল করে সাইফউদ্দিন মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন, যার মধ্যে একটি ওভার ছিল মেডেন। শেষ পর্যন্ত আটলান্টা ফায়ার ৭৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয়, আর সাইফউদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্স ছিল এই জয়ের অন্যতম মূল চাবিকাঠি।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সাইফউদ্দিনের টি-টোয়েন্টিতে অভিষেক হয়। একই বছর দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত হন তিনি। সর্বশেষ বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি সাইফউদ্দিনের। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিলেও তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারে বল হাতে সাইফউদ্দিনের উইকেট ১৫৩টি। একদিনের ক্রিকেটে সাইফউদ্দিন শিকার করেছেন ৪২টি উইকেট।
অন্যদিকে ব্যাট হাতে টি-টোয়েন্টি ফরম্যাটে সাইফউদ্দিন নিয়েছেন ২০৬ রান। আর ওয়ানডেতে তার ব্যক্তিগত সংগ্রহ ৩৬২ রান।