×

খেলা

গুয়ামের বিপক্ষে হতাশার ড্র বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুয়ামের বিপক্ষে হতাশার ড্র বাংলাদেশের

ছবি: সংগৃহীত

   

ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল গুয়ামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্টত্বের আসর সাফ জিতে এএফসি টুর্নামেন্টে অংশ নেয়া যুবারা দুইবার এগিয়ে গিয়েও শেষপর্যন্ত লিড ধরে রাখতে না পারার আক্ষেপে পুড়ছে। এর আগে সিরিয়ার বিপক্ষে বড় ব্যবধানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে মারুফুল হকের শীর্ষরা। যদিও সাফজয়ী অনেক ফুটবলারই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। কিন্তু এরপরও দুর্বল প্রতিপক্ষ গুয়ামের বিপক্ষে সহজ জয়ের সুযোগ হাতছাড়া করে হতাশ করেছেন আশরাফুল হক আসিফরা।

ভিয়েতনামে গতকাল গুয়ামের বিপক্ষে নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুবার এগিয়ে গিয়েও শেষপর্যন্ত জয় আনতে পারেনি কোচ মারুফুল হকের দল। ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটেই স্ট্রাইকার মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো ম্যাচে বল নিজেদের দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন মারুফুলের শিষ্যরা। গুয়াম প্রতি আক্রমণে গোল করার সেরকম কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লাল-সবুজের দল। এর মাঝে দুদলই প্রতিপক্ষের অর্ধে সুযোগ সৃৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ কোয়ার্টারে বাংলাদেশের গোলরক্ষককে ফাঁকি দিয়ে সমতায় ফেরে গুয়াম। গোল হজম করে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে তোলেন প্রতিপক্ষের রক্ষণ ভাগকে। তারই ফল স্বরূপ। ম্যাচের ৮৯ মিনিটে মঈন আলীর গোলে আবারো লিড পায় বাংলাদেশ। এই গোলের পর ম্যাচ অনেকটাই বাংলাদেশের পক্ষে এসে গিয়েছিল। কিন্তু যোগ করা সময়ে রক্ষণের ভুলে আবারো গোল হজম করে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শেষ কয়েক মিনিট প্রাণপন চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি মারুফুল হকের শিষ্যরা। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট পেয়েছে যুবারা। এএফসির মতো বড় টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের হার খুব একটা নেই বললেই চলে। বাছাই পর্বের ম্যাচগুলো নিয়ে তাই বেশি প্রত্যাশা নেই। এরপর অসুস্থতা আর চোটের কবলে মূল একাদশের অনেকেই খেলার সুযোগ পাননি। তাই অনভিজ্ঞতার ফলস্বরূপ প্রথম গোলের লিড বাংলাদেশ দীর্ঘসময় ধরে রাখলেও পরের গোলের লিড বেশি সময় নিয়ন্ত্রণে রাখতে পারেনি মারুফুলের দল। শেষ দিকে মরিয়া হয়েও আর কোনো গোল আনতে পারেনি বাংরাদেশ। এর আগে ভিয়েতনামে নেমে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে আরো দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, স্বাগতিক ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে খেলা বাকি। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় শেষ ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। ভিয়েতনাম শক্তির বিচারে অনেক ভালো দল হলেও ভুটানের বিপক্ষে কমপক্ষে জেতার সম্ভাবনা দেখছেন সবাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App