লঙ্কান দলে ফার্নান্দোর পরিবর্তে পেইরিস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
-66f3a5335abf9.jpg)
ছবি: সংগৃহীত
কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। টেস্টে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অফ-স্পিনার নিশান পেইরিস। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া বিশ্ব ফার্নান্দোর জায়গায় দলে নেয়া হয়েছে পেইরিসকে। অভিষেকের অপেক্ষায় থাকা এই স্পিনারকে একাদশেও দেখা যেতে পারে। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর পুনর্বাসনে থাকায় সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বিশ্ব। আগামীকাল থেকেই গলে মাঠে নামবে নামবে দুই দল।
তৃতীয়বারের মতো সাদা পোশাকের ক্রিকেটে দলে সুযোগ পেলেও শ্রীলঙ্কার হয়ে এবার অভিষেকের স্বপ্ন পূরণ হতে পারে ২৭ বছর বয়সি পেইরিসের। এর আগে ২০১৮ সালে এবং এই বছরের শুরুতে মার্চে টেস্ট দলে সুযোগ পেলেও এখনো অভিষেক হয়নি তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচে ২৪.৩৭ গড়ে ১৭২ উইকেট নিয়েছেন পেইরিস। স¤প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে বোর্ডের এইচপি সেন্টারে পুনর্বাসনের জন্য আবারো বিশ্বকে পাঠানো হবে বলে জানিয়ে এক বিবৃতিতে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। সেখানে বলা হয় অনুশীলন করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয় বিশ্বর।
গলে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরির ওপর ভর করে ৩০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিউইদের হয়ে ও’রউর্ক সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে টম লাথাম, কেন উইলিয়ামসন এবং ড্যারেল মিচেলের তিন ফিফটির পরও মাত্র ৩৫ রানের লিড পায় কিউইরা।
৪ উইকেট তুলে নিয়ে কিউইদের ৩৪০ রানেই বেঁধে রাখেন প্রবাথ জয়াসুরিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিমুথ করুনারতেœ, দিনেশ চান্ডিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসরা ভালো শুরু এনে দেন। তবে এজাজ পাটেল ৬ উইকেট তুলে নিলে ৩১০ রান সংগ্রহ করে লঙ্কানরা। ২৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে ২১১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। একমাত্র রাচিন রবীন্দ্রের ৯২ রানের ইনিংস ছাড়া বলার মতো স্কোর করেননি কেউই। প্রবাথ জয়াসুরিয়া এই ইনিংসে ৫ এবং মোট ৯ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে লঙ্কানরা। ৮ ম্যাচে ৪টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট আছে লঙ্কানদের। চতুর্থ স্থানে নেমে গিয়ে ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে কিউইদের। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৪২.৮৫ শতাংশ পয়েন্ট আছে নিউজিল্যান্ডের।