গলে চান্দিমালের শতকে লঙ্কানদের দাপট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
গলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দ্বিতীয় টেস্টে কিউইদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেছে লঙ্কানরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে দিনেশ চান্দিমালের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিকরা। গতকাল ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে লঙ্কানদের হয়ে চতুর্থ সর্বোচ্চ শতকের মালিক হয়েছেন চান্দিমাল। গেøন ফিলিপসের বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১৬ রান। দিনশেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৩০৬ রান।
গলে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফিরিয়ে দেন কিউই অধিনায়ক টিম সাউদি। পুরো দিনে কিউইদের বলার মতো সাফল্য শুধু সেটিই। এরপর আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান করুনারতেœ তিনে নামা চান্দিমালকে নিয়ে জুটি গড়ে তোলেন। দলীয় ১২২ রানের ব্যাটারদের ভুল বোঝাবুঝিতে ১২২ রানের জুটি ভাঙে। সাজঘরে ফেরার আগে করুনারতেœ ১০৯ বল খেলে ৪ চার ও ১ ছয়ে করেন ৪৬ রান। এরপর সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে জুটি গড়েন চান্দিমাল। তুলে নেন ক্যারিয়ারের ১৬তম টেস্ট শতক। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন চান্দিমাল। তিনি ম্যাথিউস, করুনারতেœ, আথাপুথু এবং দিলশানের সঙ্গে সমান ১৬টি সেঞ্চুরি করেছেন। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৩৮টি শতক নিয়ে সবার উপরে। মাহেলা জয়াবর্ধনে ৩৪টি ও অরবিন্দ ডি সিলভা ২০টি সেঞ্চুরি নিয়ে আছেন এই তালিকায় শ্রীলঙ্কার সেরা তিন হিসেবে। ৭২.৩ ওভারে গেøন ফিলিপসের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১৬টি চারে ১১৬ রান করেন চান্দিমাল।
ম্যাথিউসের সঙ্গে গড়েন ৯৭ রানের জুটি। চান্দিমাল ফেরার পর আবার কামিন্দু মেন্ডিসের সঙ্গে জুটি বাধেন ম্যাথিউস। তাদের জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে ৩০৬ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। অর্ধশত হাঁকিয়ে লঙ্কান সাবেক অধিনায়ক ম্যাথিউস অপরাজিত রয়েছেন ১৬৬ বলে ৭৮ রানে। অপর প্রান্তে যোগ্য সঙ্গী প্রথম টেস্টের শতক হাঁকানো কামিন্দু মেন্ডিস অপরাজিত রয়েছেন ৫৬ বলে ৫১ রানে। এদিন দলের হয়ে অভিষেক হয়ে নিশান পেইরিসের।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে স্বরণীয় জয়ের পর গলে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরির ওপর ভর করে ৩০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিউইদের হয়ে ও’রউর্ক সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন। জবাবে ব্যাট হাতে তিন ফিফটির পরও মাত্র ৩৫ রানের লিড পায় কিউইরা। ৪ উইকেট তুলে নিয়ে কিউইদের ৩৪০ রানেই বেঁধে রাখেন প্রবাথ জয়াসুরিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১০ রান সংগ্রহ করে লঙ্কানরা। ২৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে ২১১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। একমাত্র রাচিন রবীন্দ্রের ৯২ রানের ইনিংস ছাড়া বলার মতো স্কোর করেনি কেউই। প্রবাথ জয়াসুরিয়া দ্বিতীয় ইনিংসে ৫ এবং মোট ৯ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে লঙ্কানরা। ৮ ম্যাচে ৪টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট আছে লঙ্কানদের। চতুর্থ স্থানে নেমে গিয়ে ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে কিউইদের। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৪২.৮৫ শতাংশ পয়েন্ট আছে নিউজিল্যান্ডের।