×

খেলা

প্রোটিয়া লিগে ডাক পেলেন হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রোটিয়া লিগে ডাক পেলেন হাসান

হাসান মাহমুদ

   

রাওয়ালপিন্ডির পর ভারতের চেন্নাইয়ে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। টানা দুই ম্যাচে ফাইফার নিয়ে এ বছর বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তিনি। দারুণ ফর্মের সুবাদে এবার তিনি ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায়। হাসান ছাড়াও বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ডাক পেয়েছেন।

টুর্নামেন্টটির তৃতীয় মৌসুমের নিলামের জন্য গতকাল প্রায় ২০০ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকা থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি মাত্র ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে। এর আগে হওয়া এসএ টোয়েন্টির দুই আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলেননি। এবারের এসএ টোয়েন্টির নিলাম হবে ১ অক্টোবর। টুর্নামেন্ট শুরু আগামী বছরের ৯ জানুয়ারি। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। তাই সুযোগ পেলেও হাসান ও সাইফউদ্দিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু বিপিএল নয়, একই সময়ে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি।

রঙ্গিন পোশাকে এর আগে ২২ ম্যাচে ৩০ উইকেট শিকার করেছেন হাসান। ফাইফার পেয়েছেন একবারই। টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচ খেলে তার উইকেটের সংখ্যা ১৮টি।

সংক্ষিপ্ত সংস্করণে অনেক আগেই অভিষেক হলেও এ বছরই টেস্টে অভিষেক হয় তার, এবং অভিষেকেই বাজিমাত। চলতি বছরে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই। দুটি ফাইফারসহ হাসানের ঝুলিতে রয়েছে ১৯ উইকেট। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের দারুণ ভূমিকা রাখা হাসান দলের দুর্দশার মাঝেও ভালো করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ব্যাটারদের সাজঘরে ফিরিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২ দশমিক ২ ওভারে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। এর আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৪৩ রান খরচে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এই লিগের নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন- শামার জোসেফ, নাসিম শাহ, জশ লিটল, মার্টিন গাপটিল, কুশল মেন্ডিসের মতো ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার তারকা বলতে এই তালিকায় আছেন রিজা হেনড্রিকস। জোবার্গ সুপার কিংস এই ওপেনারকে ছেড়ে দেয়ায় এবার নিলামের তালিকায় রাখা হয়েছে। প্রতিটি স্কোয়াডে ১৯ জন ক্রিকেটার রাখতে হবে, এর মধ্যে ১০ জন হবেন দক্ষিণ আফ্রিকার। সাতজন হবে আন্তর্জাতিক ক্রিকেটার। বাকি দুজন হবে যথাক্রমে নবাগত ও ওয়াইল্ড কার্ড ক্যাটাগরিতে। জোবার্গ ছাড়া সব দলই তাদের ওয়াইল্ড কার্ড ক্যাটাগরির খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। নাম ঘোষণার জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এই ক্যাটাগরিতেই ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন দিনেশ কার্তিক। ভারতের এই সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান খেলবেন পার্ল রয়্যালসের হয়ে। এটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিকানাধীন। টুর্নামেন্টটির ৬টি ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে তাদের দল গুছিয়ে ফেলেছে। এবারের আসরে নাম লিখিয়েছেন বেন স্টোকস, জো রুট, রশিদ খান, কেন উলিয়ামসনের মতো তারকা ক্রিকেটাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App