×

খেলা

নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ব্রাভো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ব্রাভো

ডোয়াইন ব্রাভো

   

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ক্রিকেট থেকে অবসর নিয়েই ৪১ বছর বয়সি এই তারকা জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সামনের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের কোচিং প্যানেলে থাকবেন তিনি। এবারের মৌসুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে অবসর নিতে চেয়েছিলেন ব্রাভো। তবে সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পান ত্রিনবাগো নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নিশ্চিত হওয়ায় তাই সব ধরনের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ব্রাভো।

ব্যাটিংয়ের তুলনায় মূলত বোলিংয়েই বেশি সক্রিয় ব্রাভো। বর্ণিল ক্যারিয়ারে দেশ ও ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। আগামী মাসেই ৪১ বছরে পা রাখতে যাওয়া ব্রাভো স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক। ৫৮২ ম্যাচের ৫৪৬ ইনিংসে বোলিং করে নিয়েছেন ৬১৩ উইকেট। ব্যাট হাতে রান করেছেন ১২৫.৪৪ স্ট্রাইক রেটে ৬ হাজার ৯৭০। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট ও ৫ হাজার রানের যুগলবন্দি নেই আর কারো। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ট্রফি জিতেছেন তিনি ২৬টি। এর চেয়ে বেশি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন কেবল তার দীর্ঘদিনের সতীর্থ ও প্রিয় বন্ধু কাইরন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২৯৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন অবশ্য ২০২১ সালেই। আর আইপিএল ছেড়েছেন গত বছর। এরই মধ্যে কোচিংয়ে ঝুঁকেছেন। গত এক বছরের মধ্যে কাজ করেছেন আইপিএলের চেন্নাই সুপার কিংস ও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে। ইনস্টাগ্রামে অবসর ঘোষণায় ব্রাভো লিখেছেন, ‘হৃদয় চালিয়ে যেতে চায়, কিন্তু শরীর ব্যথা ও ধকল আর সহ্য করতে পারছে না। আমি নিজেকে এমন অবস্থানে ঠেলে দিতে পারব না। যেখানে সতীর্থ, ভক্ত কিংবা যে দলের প্রতিনিধিত্ব করছি, তারা আমার জন্য হতাশ হবে। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়েই বলছি, আমি আনুষ্ঠানিকভাবে আমার অবসর ঘোষণা করছি।’

সব মিলিয়ে ব্রাভোর ১৮ বছরের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। উইন্ডিজদের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদে ক্লাবের হয়ে আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশে শিরোপা জিতেছেন। নিজেদের ঘরোয়া লিগ সিপিএলের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়কই সবচেয়ে সফল খেলোয়াড়। পাঁচবার এই শিরোপা জিতেছেন তিনি। এদিকে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেয়ার পর কোচিং ক্যারিয়ার নিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন ডোয়াইন ব্রাভো।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। অবসরের ঘোষণা দেয়ার পড়েই তাকে মেন্টরের দায়িত্ব দেয়ার কথা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা। শিরোপাধারী দলটির কোচিং প্যানেলে আগামী মৌসুমে যোগ দেবেন তিনি। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একপর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের সঙ্গে দেখা করেন ব্রাভো। এরপরই দীর্ঘমেয়াদি চুক্তি করতে রাজি হন তিনি। কলকাতায় গৌতম গম্ভীরের জায়গায় নিযুক্ত হয়েছেন ব্রাভো। ২০২৪ আসরে কলকাতার শিরোপা জয়ের পথে বড় অবদান রাখা মেন্টর গম্ভীর এখন ভারতের প্রধান কোচ। নাইট রাইডার্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ¡সিত ব্রাভো। আইপিএলে দ্বিতীয় কোনো দলের কোচিং স্টাফে যোগ দিতে যাচ্ছেন ব্রাভো। ২০২৩ সালে শিরোপা জেতা চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ছিলেন তিনি। দলটির খেলোয়াড় হিসেবেই তিনবার এই শিরোপা জেতেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App