×

খেলা

কামিন্দুর রেকর্ডে চালকের আসনে লঙ্কানরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কামিন্দুর রেকর্ডে চালকের আসনে লঙ্কানরা

ছবি: সংগৃহীত

   

গলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গতকাল দ্বিতীয় টেস্টে কিউইদের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগের দিনে দিনেশ চান্দিমালের সেঞ্চুরির পর গতকাল সেঞ্চুরি হাঁকিয়েছেন কামিন্দু মেন্ডিস ও কুশাল মেন্ডিস। গলে গতকাল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁয়েছেন কামিন্দু। ৬০২ রানে ইনিংস ঘোষণা না করলে পেয়ে যেতে পারতেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও। অপর প্রান্তে আরেক সেঞ্চুরিয়ান কুশাল অপরাজিত থাকেন ১০৬ রানে। শেষ বেলায় ব্যাটিয়ে নেমে ২২ রানেই দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে কিউইরা।

অভিষেকের পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। মাত্র আট টেস্টের ক্যারিয়ারেই পেয়ে গিয়েছেন পাঁচটি শতক। গলে আগের দিনই টেস্ট অভিষেক থেকে টানা ৮ ম্যাচের প্রতিটিতে কমপক্ষে একটি ফিফটি করে বিশ্বরেকর্ড করেছেন কামিন্দু। শ্রীলঙ্কান ব্যাটসম্যান গতকাল ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিয়ে ১৮২ রানে অপরাজিত থাকেন। এই সেঞ্চুরিতে একটি রেকর্ডে তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসেছেন। ইনিংসের হিসেবে দ্রুততম প্রথম ৫ টেস্ট সেঞ্চুরিতে ব্র্যাডম্যানকে স্পর্শ করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। অভিষেকের পর ব্র্যাডম্যানের ৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩ ইনিংস, কামিন্দুরও লাগল সমানসংখ্যক ইনিংস। সব মিলিয়ে কামিন্দু এখন যৌথভাবে টেস্ট ইতিহাসের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পঞ্চম শতক ছুঁয়েছেন। ইনিংসের হিসাবে টেস্ট অভিষেকের পর দ্রুততম ৫ সেঞ্চুরির বিশ্বরেকর্ডটা স্যার এভারটন উইকসের। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি উইকস প্রথম পাঁচ সেঞ্চুরি করেন ১০ ইনিংসে। ১৯৪৮ সালে করা সেঞ্চুরির রেকর্ডটির প্রথমটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে, পরের চারটি ভারতের বিপক্ষে। এভারটন উইকসের পর যৌথভাবে দুইয়ে আছেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার নিল হার্ভে। দুজনেরই প্রথম ৫ টেস্ট সেঞ্চুরি করতে লেগেছিল ১২ ইনিংস। কামিন্দু তার প্রতিভা দেখানো শুরু করেন টাইগারদের বিপক্ষে। মার্চে সিলেট টেস্টের দুই ইনিংসেই শতকের দেখা পান। এরপর আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি করা কামিন্দু গত সপ্তাহে গল টেস্টে করেন চতুর্থটি, যা ছিল দেশের মাটিতে তার প্রথম সেঞ্চুরি। একই ভেন্যুতে গতকাল আরেকটি সেঞ্চুরি করে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন কামিন্দু।

গতকাল দিনের শুরুতেই ম্যাথিউসকে হারায় লঙ্কানরা। গেøন ফিলিপসের বলে ও’রউর্কের হাতে ক্যাচ দেয়ার আগে সাবেক অধিনায়ক করেন ৮৮ রান। এরপর ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে দলীয় রান ৪০০ পার করেন কামিন্দু। ব্যক্তিগত ৪৪ রানে ফিলিপসের তৃতীয় শিকার হওয়ার আগে লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৪ রান। এরপরে ইনিংসের বাকি অংশ মেন্ডিসময়। কুশাল মেন্ডিসের সঙ্গে জুটি বেঁধে রানের পাহাড় গড়ে তোলেন কামিন্দু। দুজনের অবিচ্ছেদ্য ২০০ রানের জুটিতে ৬০২ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে কুশাল অপরাজিত থাকেন ১০৬ রানে। তিন সেঞ্চুরিয়ানের রানের পাহাড়ে চাপা পড়ে শুরুতেই খেই হারিয়েছে সফরকারীরা। বিশাল লক্ষ্যে দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়েকে হারায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারে আসিথা ফার্নান্দোর বলে লাথাম সাজঘরে ফেরেন। কনওয়ে ফেরেন প্রবাথের বলে সিলভাকে ক্যাচ দিয়ে। ক্রিজে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন ও এজাজ প্যাটেল।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে দিনেশ চান্দিমালের রেকর্ড সেঞ্চুরিতে ভালো শুরু পায় লঙ্কানরা। করুনারতেœ ১০৯ বল খেলে ৪ চার ও ১ ছয়ে করেন ৪৬ রান। তিনে নেমে ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে লঙ্কানদের হয়ে চতুর্থ সর্বোচ্চ শতকের মালিক হন চান্দিমাল। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন চান্দিমাল। তিনি ম্যাথিউস, করুনারতেœ, আথাপুথু এবং দিলশানের সঙ্গে সমান ১৬টি সেঞ্চুরি করেছেন। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৩৮টি শতক নিয়ে সবার উপরে। মাহেলা জয়াবর্ধনে ৩৪টি ও অরবিন্দ ডি সিলভা ২০টি সেঞ্চুরি নিয়ে আছেন এই তালিকায় শ্রীলঙ্কার সেরা তিন হিসেবে। গেøন ফিলিপসের বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১৬ রান।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে স্মরণীয় জয়ের পর গলে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে লঙ্কানরা। ৮ ম্যাচে ৪টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট আছে লঙ্কানদের। চতুর্থ স্থানে নেমে গিয়ে ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে কিউইদের। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৪২.৮৫ শতাংশ পয়েন্ট আছে নিউজিল্যান্ডের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App