পাকিস্তানের বিপক্ষে আশাবাদী টিটুর শিষ্যরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপ থেকে মালদ্বীপের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হয়ে সেমিতে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল খেয়ে হেরে যায় যুবারা। মালদ্বীপের বিপক্ষে গোল মিসের মহড়ার ম্যাচটি শেষ হয় ১-১ গোলে ড্রতে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পাঁচ দিন বিরতি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তাই আগের ম্যাচে করা ভুলগুলো শুধরে নেয়ার জন্য ভিডিও সেশন ও প্রাকটিস সেশন রাখা হয়। থিম্পুতে গত দুই দিন থেকে একটানা বৃষ্টি থাকায় গতকাল সন্ধ্যায় বৃষ্টিতেই অনুশীলন করে যুবারা। গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে সেমিতে ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন দলের ম্যানেজার কামরুল হাসান মিল্টন। তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে সেরাটা বের করে আনতে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ছেলেরা অনেক পরিশ্রম করছে। দেশবাসীর কাছে দলের জন্য দোয়াও চান তিনি। এদিকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হুদা ফয়সাল। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন পাক যুবারা। তবে সেমির আগে পাঁচ দিনের বিরতিতে নিজেদের ঝালিয়ে নেয়ার সময় পেয়েছেন বলে জানান অধিনায়ক। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফয়সালদের নিয়ে আশা রাখছেন সহকারী কোচ আতিকুর রহমান মিশুও। তিনি জানান, মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পরপরই আমরা পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে ধারণা করে অনুশীলন করি। তাদের শক্তিমত্তা ও দুবর্লতা নিয়ে ভিডিও সেশনও রাখা হয়। পাক দলের প্রতি আক্রমণ কৌশল রুখে দিতে এবং সব মিলিয়ে ভালো ফুটবল উপহার দিতে দলকে সেভাবেই ট্রেনিং করানো হয়েছে। আশা করি গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে আমরা ঘুরে দাঁড়াব।
ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে অতিরিক্ত সময়ে গোল হজম করে ভারতের বিপক্ষে ১-০ গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাইফুল বারীর দল। গ্রুপের শেষ ম্যাচে আগের দিন মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন।
বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ ২ ম্যাচে সমান ১ পয়েন্ট করে। কিন্তু মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় গোল গড়ে বাংলাদেশের নিচে নেমে যায়। এই সমীকরণে তিন দলের গ্রুপে রানার্সআপ হয় বাংলাদেশ। আজ চাংলিমিথাং স্টেডিয়ামে জয়ের ধারায় বাংলাদেশ ফিরতে পারবে কিনা , তা সময়ই বলে দেবে।