ফিফা রেফারি থেকে বাদ পড়েছেন জয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জয়া চাকমা
২০২০ সালে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছিলেন জয়া চাকমা। টানা চারবার ফিফা রেফারি ব্যাজ পাওয়া সাবেক এই জাতীয় ফুটবলারের জন্য দুঃসংবাদ। ২০২৪ সালের ফিফা রেফারি পরীক্ষায় ফেল করে এবার জয়া বাদ পড়ছেন।
২০২৫ সালে তিনি ফিফা রেফারি থাকছেন না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় জয়া বাদ পড়েন। তবে কাগজ-কলমে এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিফা রেফারি থাকবেন জয়া। এ সময়ে তিনি আন্তর্জাতিক ম্যাচও পেতে পারেন।
শারীরিক অসুস্থতায় এই পরীক্ষাতেও অনুত্তীর্ণ হয়েছেন জয়া। এজন্য ফিফা রেফারি হিসেবে তার নাম যাচ্ছে না বলে জানিয়েছেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান। তিনি বলেন, ‘পরীক্ষার পর আমাদের রেফারিজ কমিটির সভা হয়েছে। সেখানে শুধু উত্তীর্ণদের নামই ফিফায় প্রেরণের সিদ্ধান্ত হয়েছে।’
গত ৬ সেপ্টেম্বর রেফারিদের প্রথম দফার ফিটনেস পরীক্ষা হয়েছিল। সেখানে ৬ জন পুরুষ রেফারি ও সহকারী পুরুষ রেফারি পাস করেন। রেফারির কোটা চারটি হওয়ায় সবুজ ও জসীম বাদ পড়েন। সহকারী রেফারির কোটা অনুযায়ী ৬ জনই পাস করলেও একজনের পাসপোর্ট না থাকায় গতকাল আবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সহকারী রেফারিদের মধ্যে একজন পাস করেছেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফায় রেফারি, সহকারী রেফারিদের নাম পাঠাতে হবে। বাফুফে একদিন আগেই তালিকা পাঠাবে বলে জানিয়ে তৈয়ব হাসান বলেন, ‘রেফারি ও সহকারী রেফারির তালিকা চূড়ান্ত করে আজ আমরা প্রেরণ করব।’
নারী ফিফা রেফারি জয়া পাস না করলেও সহকারী রেফারি সালমা ফিফার তালিকায় থাকছেন। তিনি বিদেশে এএফসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে দেশে আর পরীক্ষা দিতে হয়নি।