লেভার জোড়া গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল ইয়ং বয়েজের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে গতকাল জোড়া গোল করেছেন তারকা ফরোয়ার্ড লেভানদোভস্কি। এছাড়া গোল পেয়েছেন রাফিনহা, ইনগো মার্তিনেজ ও মোহাম্মদ আলী কামারা। এ জয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো জয়ের দেখা পেল বার্সেলোনা। অপর ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গতকাল গোল করেছেন তারকা ফরোয়ার্ড ইকে গুনডোগান, ফিল ফোডেন, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকটি। অপর ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলে হেরেছে এমবাপ্পেহীন পিএসজি। দিনের অপর ম্যাচে গত মৌসুমের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড জার্মানিতে সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে।
মাত্র দুই সপ্তাহ আগে মোনাকোর কাছে ২-১ গোলে পরাজয়ের মধ্য দিয়ে আসর শুরু করা বার্সেলোনা সুইস চ্যাম্পিয়ন ইয়ং বয়েজকে ৫-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে। গত সপ্তাহে লা লিগায় ওসাসুনার কাছেও লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে কাতালান জায়ান্টরা। রবার্ট লেভানদোভস্কি জোড়া গোল করেছেন। সঙ্গে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন রাফিনহা, ইনগো মার্তিনেজ। শেষভাগে মোহাম্মদ আলী কামারার আত্মঘাতি গোলে বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ম্যাচ শেষে রাফিনহা বলেছেন, ‘মোনাকোর বিপক্ষে ম্যাচের পরে আমরা বুঝতে পেরেছিলাম যত দ্রুত সম্ভব চ্যাম্পিয়ন্স লিগে আমাদের জয়ের ধারায় ফিরতে হবে। এবার আমরা সেটাই প্রমাণ করেছি।’
এদিকে আর্সেনাল ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মধ্যকার লন্ডনের ম্যাচটি ছিল নতুন ফর্মেটে ইউরোপিয়ান এলিট ক্লাব প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে গতকালের সবচেয়ে বড় ম্যাচ। লিনড্রো টোসার্ডের ক্রসে ২০ মিনিটে কেই হাভার্টজের হেডে এগিয়ে যায় গানার্সরা। বিরতির আগে ডানদিক থেকে বুকায়োর সাকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে নুনো মেনডেসের শট অল্পের জন্য পোস্টের ঠিকানা খুঁজে পায়নি। বিরতির পর হুয়াও নেভেসের শট পোস্টে লেগে ফেরত আসে। এসবই সফরকারী পিএসজিকে হতাশ করেছে। অনেক চেষ্টা করেও তারা ম্যাচে ফিরতে পারেনি। এবারের মৌসুমে মিকেল আর্তেতার দলের এটাই চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়। দুই সপ্তাহ আগে আটালান্টার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল আর্সেনাল। ম্যাচ শেষে আর্তেতা ব্রডকাস্টার এ্যামাজন প্রাইমকে বলেছেন, ‘সত্যিই এই পারফরমেন্সে আমি দারুণ খুশি। চ্যাম্পিয়ন্স লিগ সবসময়ই ভিন্ন এক আমেজ দাবি করে। কিন্তু আমি মনে করি পুরো বিষয়টা আমরা দারুণভাবে সামলে উঠেছি।’
এদিকে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রাগকে ৩-০ গোলে পরাজিত করে এই মুহূর্তে ৩৬ দলের লিগ টেবিলের সবার উপরে আছে ডর্টমুন্ড। জার্মানিতে সিগন্যাল ইডুনা পার্কে গতকাল স্কটিশ চ্যাম্পিয়নদের দাঁড়াতেই দেয়নি ডর্টমুন্ড। করিম আদেইয়েমি প্রথমার্ধে ডর্টমুন্ডের জার্সিতে হ্যাটট্রিক করেছেন।
এর ফলে ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড। ৭ মিনিটে এমরে কান পেনাল্টি স্পট থেকে গোলে সূচনা করেন। ডেইজেন মায়েডা দুই মিনিটের মধ্যে সেল্টিককে সমতায় ফেরান। কিন্তু এরপর আর ডর্টমুন্ডকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আদেইয়েমি পুরো আকর্ষণ নিজের দিকে টেনে নেন। সেরহু গুইরাসি বিরতির ঠিক আগে পেনাল্টি স্পট থেকে গোল করেন। ৬৬ মিনিটে গুইরাসি ব্যবধান ৬-১ এ নিয়ে যান। বদলি খেলোয়াড় ফেলিক্স এনমেচা বড় জয়ে শেষ গোলদাতা হিসেবে স্কোরশিটে নাম লিখিয়েছেন। ২০১৬ সালে লেগিয়া ওয়ারসতে ৬-০ গোলের জয়ের পর এটাই চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
২০২৩ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ম্যানচেস্টার সিটি স্লোভাকিয়ায় স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে পরাজিত করেছে। ইকে গুনডোগান, ফিল ফোডেন, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকটির গোলে সিটির জয় নিশ্চিত হয়। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ এক রেকর্ডও ছুঁয়ে ফেলেছে সিটি। সেজন্যই সম্ভবত সিটি কোচ পেপ গার্দিওলা জয়ের পর একটু বেশিই খুশি ছিলেন। স্প্যানিশ কোচ বলেন, ‘এই দলের কোচ হতে পারাটা আনন্দের। আমি এটা ভালোবাসি এবং তাদেরও ভালোবাসি।’ চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে ১০ বার ইংল্যান্ডের শীর্ষ লিগজয়ীরা।
২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ৫ মে পর্যন্ত টানা ২৫ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটি এত দিন দখলে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের।
এদিকে দুই বছর আগে ইস্তাম্বুলের ফাইনালে সিটির কাছে পরাজিত ইন্টার একই ব্যবধানে ঘরের মাঠে রেড স্টার বেলগ্রেডকে পরাজিত করেছে। সান সিরোতে ১১ মিনিটে হাকান কালাহানগøুর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় ইন্টার। এরপর দ্বিতীয়ার্ধে মার্কো অরনাটোভিচ, লাউতারো মার্তিনেজ ও মেহদি টারেমি আরো তিন গোল করেছেন। জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন ভিক্টর বোনিফেসের গোলে এসি মিলানকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে। এ নিয়ে লেভারকুজেন টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে।