×

খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটিশদের উড়িয়ে সেমির পথে ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্কটিশদের উড়িয়ে সেমির পথে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

   

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমির পথে আরো এক ধাপ এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। শারজাতে গতকাল টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার মায়া বাউচার ও দানি ওয়াটের অবিচ্ছেদ্য ১১৩ রানের ওপেনিং জুটিতে ১০ ওভার ও সব উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। এই জয়ে তিন ম্যাচে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে তারা। এদিকে আজ দিনের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানের মেয়েরা।

শারজাতে গতকাল স্কটিশ মেয়েদের দেয়া ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই ওপেনার। মাত্র ৪.৪ ওভারে দলীয় রান পঞ্চাশ পেরোনো ইংলিশরা পাওয়ার-প্লেতে তুলে ফেলে ৬৬ রান। মাত্র ৩০ বলে ১০ চারের সাহায্যে ফিফটি তুলে নেন মায়া বাউচার। ৯ ওভারেই দলীয় সংগ্রহ তিন অঙ্ক পেরোয় ইংলিশদের। ২৬ বলে ফিফটি পূর্ণ করার পাশাপাশি ৭টি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয়ও নিশ্চিত করেস ওয়াট। অন্যপ্রান্তে বাউচার অপরাজিত থাকেন ৩৪ বলে ১২ চারে ৬২ রানে। এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করে স্কটিশ মেয়েরা। উইকেটে থিতু হয়ে রানের গতি বাড়াতে গিয়ে অষ্টম ওভারের শেষ বলে ন্যাট স্ক্রিভারের বলে তুলে মারতে গিয়ে ইস্কিস্টোনের হাতে ক্যাচ দিয়ে বসেন সাস্কিয়া হর্লি। দলীয় রান পঞ্চাশ হওয়ার পর ফিরে যান আরেক ওপেনার সারাহ ব্রিসও। তার ব্যাট থেকে আসে ৩১ বলে ২৭ রান।

অ্যালিসা লিস্টারকে সঙ্গে নিয়ে অবশ্য রানের চাকা সচল রেখেছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথেরিন ব্রিস। কিন্তু দলীয় ৭৬ রানের মাথায় গিবসনের বলে আলিসা আউট হলে খেই হারায় স্কটরা। এরপর কোনো রান না করেই ফিরে যান জ্যাক-ব্রাউন। দারুণ খেলতে থাকা স্কট অধিনায়ক ব্রিস ২৮ বলে ৪ চারে ৩৩ রান করে ডিনের বলে বোল্ড হন। শেষদিকে মেগান ম্যাকলের সঙ্গে জুটি বেঁধে দলীয় রান তিন অঙ্কে নিয়ে যান ক্যাথেরিন ফ্রেজার। মেগানের ব্যাট থেকে আসে ১০ রান। ফ্রেজার অপরাজিত থাকেন ৬ রানে। নির্ধারিত ২০ ওভার শেষে ১০৯ রানের পুঁজি পায় স্কটল্যান্ডের মেয়েরা।

এই জয়ে ‘বি’ গ্রুপে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের রানরেট +১.৭১৬। অন্যদিকে তিন জয় ও এক হারে দুইয়ে থাকা প্রোটিয়ারা সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে। তাদের রান রেট ১.৩৮২। তিনে থাকা উইন্ডিজ মেয়েরা দুই জয় নিয়ে +১.৭০৮ রানরেটে নিয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে। সেমিতে জায়গা করে নিতে হলে গ্রুপের শেষ ম্যাচে তাদের কেবল হারালেই হবে ইংলিশদের। সেক্ষেত্রে বাদ পড়বে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বড় ব্যবধানে জিতলে বাদ পড়ে যেতে পারে ইংল্যান্ডও। আগামীকালের গ্রুপের শেষ ম্যাচটি তাই তিন দলের জন্যই গুরুত্বপূর্ন।

এদিকে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ডের মেয়েরা। এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে পাক মেয়েদের। কেবল লঙ্কান মেয়েদের বিপক্ষেই জয় পেয়েছে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জয় পেলে নিউজিল্যান্ডের পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। দুদলই জিতলে তখন বিবেচনায় আসবে রানরেট, দুদল হারলেও তা-ই। এক্ষেত্রে সেমিতে যাওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে কিউই মেয়েরাই। কেননা ভারতের বিপক্ষে বড় জয় তুলে নেয় তারা।

তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে শীর্ষে থাকা অজিরা রানরেটেও বেশ এগিয়ে। তাদের রান রেট +২.৭৮৬। ভারতের বিপক্ষে হারলেও তাই সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত তাদের। ভারত কিংবা নিউজিল্যান্ডের মধ্যেই কোনো একটি দল সেমিতে জায়গা করে নেবে। অজিদের বিপক্ষে ম্যাচের আগে ভারতের রানরেট +০.৫৭৬। কিউইদের রানরেট +.০২৮২। এদিকে কিউইদের বড় ব্যবধানে হারালে এবং অজিদের বিপক্ষে ভারত বিশাল ব্যবধানে হারালে এখনো ক্ষীণ সম্ভাবনা রয়েছে পাকিস্তানের যাওয়ারও। ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও বাংলাদেশ। বাংলাদেশ একটি জয় পেলেও টানা চার হার নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাকি দুই দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App