তিন ক্রিকেটারকে বিসিবির সম্মাননা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

হোম অব ক্রিকেট মিরপুরে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানের হার দিয়ে। কিন্তু ব্যক্তিগত বেশকিছু মাইলফলক স্পর্শ করেছেন টাইগার ক্রিকেটার তাইজুল-মুশফিক। রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই তিন ক্রিকেটারকে ম্যাচশেষে বিশেষ সম্মাননা জানায়।
মিরপুরের টেস্ট শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মাননা প্রদান করেছে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা রাবাদা, দুইশ উইকেটের জন্য তাইজুল এবং সাদা পোশাকে ৬ হাজার রান করা মুশফিকুর রহিমকে। বিসিবির পক্ষ থেকে কাগিসো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাইজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন বর্তমান নির্বাচক ও সাবেক অফস্পিনার আব্দুর রাজ্জাক রাজ।
আর মুশফিকুর রহিমের হাতে সম্মাননা তুলে দেন সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। ঘরের মাঠে মিরপুর টেস্টটা শুরুটাই হয়েছিল রেকর্ডের আবহে। সবচেয়ে কম বলে টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট পূরণ করেছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
সেটা প্রথম দিনের ঘটনা। যেখানে তিনি আউট করেছিলেন বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে। টেস্টে ৩০০ উইকেট নেয়া বিশ্বের ৩৯তম বোলার রাবাদা। ১১৮১৭ বলে ৩০০ উইকেট শিকার করেছেন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনুস। এরপর দ্বিতীয় দিনে এসে তাইজুল ইসলাম পূর্ণ করেছেন টেস্ট ফরম্যাটের ২০০ উইকেট। দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে বাংলাদেশের বাঁহাতি স্পিনার পূর্ণ করেছেন এই মাইলফলক। মাইলফলকটি ছুঁতে ৫৪ টেস্ট লেগেছিল ক্রিকেটার সাকিবের। তাইজুল সেখানে পৌঁছে গেলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের চেয়ে ৬ টেস্ট কম খেলেই।
এরপর টেস্টের তৃতীয় দিনে এসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেছিলেন মুশফিকুর রহিম। এই টেস্ট খেলতে নামার আগে ৯২ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৫৯৬১ রান করেছিলেন মুশফিক। ম্যাচের প্রথম ইনিংসে ১১ রানে আউট হন মুশফিক।
দ্বিতীয় ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৭৪তম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মালিক হন এই ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও মুশফিকের। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রান করেন তিনি। এজন্য মিরপুর টেস্টে তাকে করতে হতো ৪৪ রান। তিনি করেছেন মোট ৪৯ রান।