নাটকীয় ড্রয়ে শীর্ষস্থান হারাল লিভারপুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের নবম ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে কষ্টার্জিত ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ের ফলে পেপ গার্দিওলার ম্যানসিটির কাছে শীর্ষস্থান হারাতে হয়েছে আর্নে সøটের শিষ্যদের। অঘটনের রাতে ম্যানইউকে হারিয়েছে ওয়েস্ট হাম, ক্রিস্টাল প্যালেস পরাস্ত করেছে টটেনহামকে। লা লিগাতে আতলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল বেতিস। অন্যদিকে সিরি আতে জুভেন্টাসের সঙ্গে আট গোলের ম্যাচে নাটকীয়ভাবে ৪-৪ গোলে ড্র করেছে ইন্টার মিলান। বুন্দেস লিগায় জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন।
এমিরেটাসে আর্সেনালের ঘরের মাঠে মনে হচ্ছিল এক পয়েন্টও পাবে না লিভারপুল। দ্বিতীয় হারের সামনে দাঁড়িয়েছিল দল। আগেরদিন ম্যানসিটি জয় তুলে এগিয়ে যাওয়ায় জিততেই হতো অলরেডদের। আর্সেনাল বাধা পেরিয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল লিভারপুলের। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে তারা। মোহাম্মাদ সালাহর শেষ মুুহূর্তের গোলে আর্সেনালের বিরুদ্ধে কোনোমতে ড্র করেছে লিভারপুল। ঘরের মাঠে গতকাল শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করেন বুকায়ো সাকা। ইনজুরি কাটিয়ে ফেরা এই ইংলিশ উইঙ্গারের গোলের সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গানার্সরা। ১৮ মিনিটের মাথায় সমতা ফেরান লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। প্রথমার্ধ শেষ হওয়ার আগে লিভারপুলকে আবার ধাক্কা দেয় আর্সেনাল। এবার গোল করেন এ মৌসুমেই দলে যোগ দেয়া মিকেল মেরিনো। পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে গোল শোধ করার অনেক চেষ্টা করে লিভারপুল। কিন্তু কিছুতেই বল জালে জড়াতে পারছিল না তারা। খেলা শেষ হওয়ার আগে দলকে হার থেকে বাঁচান সালাহ। ডারউইন নুনিয়েজের পাস থেকে ম্যাচের ৮১ মিনিটের মাথায় এবারের সিজনের অষ্টম গোলটি করেছেন সালাহ। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি ম্যানসিটি। নয় ম্যাচ পর তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে তাদের পয়েন্ট ২২। দুদলই সাতটি করে ম্যাচ জিতেছে। সিটি দুটি ম্যাচ ড্র করেছে। লিভারপুল একটি ড্র করেছে ও একটি হেরেছে। তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। তাদের পয়েন্ট ১৮।
এদিকে দিনের অন্য ম্যাচে জোয়ান মাতেতার একমাত্র গোলে টটেনহামকে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। চেলসি ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে নিউক্যাসেলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন নিকোলাস জ্যাকসন ও কোল পালমার, একটি গোল শোধ করেছেন সুইডিশ স্ট্রাইকার ইসাক। এদিকে ওয়েস্ট হামের সঙ্গে হেরে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে নেমে গিয়েছে ম্যানইউ।
এদিকে স্প্যানিশ লা লিগায় আতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বেতিস। ম্যাচের একমাত্র গোলটিও আসে আতলেটিকো ডিফেন্ডার জিমেনেজের আত্মঘাতী গোলে।
এছাড়া গেটাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া। জার্মান বুন্দেস লিগায় জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে ধরাশায়ী হওয়ার পর গতকাল বচুমের বিপক্ষে জয় তুলে নিয়েছে ৫-০ গোলে। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্রাঙ্কফুট।
এদিকে ইতালিয়ান সিরি আতে সান সিরোতে উত্তেজনার পারদ ছড়ানো মহারণে ৪-৪ গোলে ড্র করেছে ইন্টার মিলান ও জুভেন্টাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আফসোস হতে পারে। শুরুতে লিড নিয়েও ধরে রাখতে পারেনি ইন্টার মিলান। এমনকি দ্বিতীয়ার্ধে দুই গোল এগিয়ে থেকেও জয় পায়নি তারা। শেষ দিকে স্বপ্নের এক প্রত্যাবর্তন করেছে জুভেন্টাস। এই ড্রয়ে অপরাজিত তকমা ধরে রেখেছে জুভেন্টাস। লিগের চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে হারেনি তুরিনের বুড়িরা। আসরে জুভদের এটা পঞ্চম ড্র। ইন্টার মিলানের তৃতীয়। দুই চ্যাম্পিয়নের থ্রিলার ড্রয়ে লাভ হয়েছে নাপোলির। নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। ১৮ পয়েন্ট ইন্টার মিলানের। এক পয়েন্ট পিছিয়ে তিনে থাকল জুভেন্টাস। সান সিরোতে গতকাল ম্যাচের ৩৭ মিনিটের মধ্যে গোল হয়েছে পাঁচটি। ইন্টার মিলানের পক্ষে জোড়া গোল করেন জেলেনস্কি। অন্যটি মিখিতারিয়ানের। জুভেন্টাসের হয়ে গোল করেন ভøাহোভিচ ও ওয়েহ। বিরতি থেকে ফিরে স্কোর লাইন ৪-২ করেন ডেনজেল ডামফ্রিজ। জয়ের সুবাস পেতে থাকে স্বাগতিকরা। কিন্তু ইন্টার মিলানের আগাম উৎসব মাটি করে দেন কেনান ইলডিজ। শেষ দিকে জোড়া গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান এই স্ট্রাইকার। বেঞ্চ ছেড়ে আসার ১০ মিনিটের মধ্যে দুবার জাদু দেখান তিনি। এই ড্রয়ে জুভেন্টাস যতটা খুশি, ততটাই হতাশ হলো ইন্টার মিলান। দিনের অন্য ম্যাচে অবশ্য জেনোয়াকে ৩-০ গোলে সহজেই হারিয়েছে লাজিও। এবারের শীতকালীন দলবদলের আগেভাগেই চমক দেখিয়েছে জেনোয়া। দলে ভিড়িয়েছে সাবেক ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লিকে। এছাড়া মনজার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নবাগত ভেনেজিয়া।