বিসিবির প্রতি তাবিথের কৃতজ্ঞতা প্রকাশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

তাবিথ আউয়াল
গত ২৭ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। এছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বাফুফের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দনবার্তা পাঠিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তার এই অভিনন্দনবার্তার পরিপ্রেক্ষিতে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
গতকাল নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এক বিবৃতিতে ফারুক আহমেদ এবং বিসিবির পুরো কমিটিকে তাদের উষ্ণ অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। বিবৃতিতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে, বাফুফের নবনির্বাচিত কমিটিকে তাদের উষ্ণ অভিনন্দন জানানোর জন্য। আমরা এই নতুন যাত্রায় উচ্ছ¡সিত। আমরা আশাবাদী যে বিসিবির মতো সংগঠনগুলোর সম্মিলিত সমর্থনের মাধ্যমে, আমরা বাংলাদেশে ফুটবলের জন্য একটি অতুলনীয় সফলতার যুগের সূচনা করতে পারব।’ বিসিবির সঙ্গে সহযোগিতার অঙ্গীকারকেও অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন তাবিথ। তিনি বলেন, ‘একসঙ্গে আমরা খেলাধুলার উন্নয়নের দিকে এগিয়ে যেতে চাই। এতে দেশের সকল ক্রীড়াবিদ ও ভক্তরা উপকৃত হবেন।’ বাফুফের নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের ফুটবলের উন্নতি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন সম্ভব হবে- এমনটাই প্রত্যাশা দেশের ফুটবলভক্তদের।
এদিকে আগামী ৯ নভেম্বর বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। বাফুফে সাধারণ সম্পাদক এবং নির্বাচিত কমিটির অনেকেই সভার তারিখটি নিশ্চিত করেছেন।
প্রথম সভার আলোচ্য সূচিতে রয়েছে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি গঠন। বিভিন্ন কমিটির মাধ্যমে বাফুফের কর্মকাণ্ড পরিচালিত হয়। সিনিয়র সহসভাপতি, সহসভাপতির মধ্য থেকেই বিগত সময়গুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিমস, ডেভেলপমেন্ট, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মনোনীত হয়ে এসেছে। এবারো সেই ধারা অনুসরণ না ভিন্নতা আসবে এ নিয়ে ফুটবলাঙ্গনে বেশ কৌতূহল রয়েছে।
এদিকে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল গতকাল বাফুফে সভাপতি হিসেবে দক্ষিণ কোরিয়ায় এএফসির অনুষ্ঠানে যোগ দিতে দেশে ছেড়েছেন। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে এএফসি অ্যাওয়ার্ড নাইট এবং এএফসি সদস্যভুক্ত দেশগুলোর সাধারণ সম্পাদক-সভাপতির সম্মেলন। বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে তাবিথের এই সফর। এএফসির এই অনুষ্ঠানের জন্য বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গত ২৭ অক্টোবর কোরিয়ায় পৌঁছেছেন। একই ফ্লাইটে ছিলেন বাফুফে ও এএফসি নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সদ্য বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি সাফের সভাপতি হিসেবে এই অনুুষ্ঠানে অংশগ্রহণ করছেন।