ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মোস্তাফিজ!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

মোস্তাফিজুর রহমান
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেখানে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বিকাল ৪টায়। আর এই সিরিজ শেষের দিনেই ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মোস্তাফিজের।
জানা যায়, এই দুই ফরম্যাটে মোস্তাফিজুর রহমান ছুটি চেয়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আপাতত টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন মোস্তাফিজ। বিসিবির এক অফিসিয়াল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মোস্তাফিজ ছুটির কথা জানিয়েছেন বিসিবিকে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলেও জানা গেছে।
বিসিবির সূত্রটি জানায়, ‘সে ছুটি চেয়েছে, এটা সত্যি। কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, কারণ আমাদের হাতে আরো সময় আছে। সে আসুক, আমরা তার সঙ্গে এই ব্যাপারে কথা বলি। তারপর দেখি সে কোনো একটি ফরম্যাটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) খেলতে পারে, নাকি পারে না। অবশ্য আমাদের বুঝতে হবে যে, এটা পারিবারিক ইস্যু এবং প্রত্যেকের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।’
চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুদলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুদল।
সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।
মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ফাস্ট বোলার। বল হাতে একদিনের ক্রিকেটে তিনি এখন পর্যন্ত ১০৬ ম্যাচে নিয়েছেন ১৭০ উইকেট। এছাড়া সীমিত ওভারে বল হাতে সমান ম্যাচে তিনি নিয়েছেন ১৩২ উইকেট। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তিনি দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।