কোহলির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন জ্যোতিষী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বিরাট কোহলি
বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে। এর কারণ হিসেবে অনেকেই তার বয়সকে দায়ী করছেন। ধারণা করা হচ্ছে, ফেলে আসা সোনালি দিন আর ফিরে পাবেন না কোহলি। তবে এবার কোহলিকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন ভারতের এক জ্যোতিষী। গ্রিনস্টোন লোবো নামের এক জ্যোতিষী বলছেন, কোহলি এখনো নিজের সেরা সময় পার করেননি। তার জন্য ভবিষ্যতে আরো সুন্দর সময় অপেক্ষা করছে। অর্থাৎ এই জ্যোতিষীর কথা অনুযায়ী, সামনের দিনে ব্যাট হাতে আরো ভালো পারফর্ম করবেন কোহলি।
লোবো বলেছেন, ‘কোহলির ক্রিকেটজীবনের অন্যতম সেরা সময় এখনো বাকি আছে। আগামী দিনে আবার কোহলিকে চেনা ফর্মে দেখা যাবে। তার মানে এই নয় যে শচীনের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবে, তবে সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের টেস্ট সেঞ্চুরিকে টপকে যাবেন কোহলি।’ কোহলি তার লম্বা ক্রিকেট ক্যারিয়ারে ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও বড় অবদান ছিল এই টপঅর্ডার ব্যাটারের। জ্যোতিষী বলছেন, কোহলি কখনো নিজের রেকর্ডের কথা ভেবে খেলেন না, সব সময় দলই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে লোবো বলেন, ‘কোহলি রেকর্ড নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে খেলেন। ভারতকে গর্বের উপলক্ষ্য এনে দিতে চান সব সময়।’
ভারতের হয়ে পর্যন্ত ২৯৫টি ওয়ানডে ম্যাচে ৫৮ দশমিক ১১ গড়ে কোহলির মোট রান ১৩ হাজার ৯০৬। এর মধ্যে শতক আছে ৫০টি আর অর্ধশতক ৭২টি।
ওয়ানডেতে কোহলির সর্বোচ্চ রান ১৮৩। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ জুন ২০১১ সালে কোহলির টেস্ট ক্যারিয়ার শুরু হয়। এ পর্যন্ত ১১৮ টেস্টে ৫৩ দশমিক ৪ গড়ে তার মোট রান ৯ হাজার ৪০। টেস্টে তার সর্বোচ্চ রান ২৪৩। শতক আছে ২৯টি আর অর্ধশতক ৩১টি। এছাড়া দুইশ করেছেন ছয়বার। টি-টোয়েন্টিতেও কোহলির ব্যাটিং গড় ৫০ এর উপর (৫০ দশমিক ৮৫)। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু। ১২৫ টি-টোয়েন্টি ম্যাচে ১১৭ ইনিংসে তার মোট রান ৪ হাজার ১৮৮। শতক রয়েছে ১টি। এছাড়া ৩৮টি অর্ধশতক আছে ভারতীয় ডানহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যানের।