বিতর্কিত রেফারিংয়ে বার্সার হোঁচট

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৭ ম্যাচ জয়ের পর অবশেষে হারের তিক্ত স্বাদ পেয়েছে কাতালানরা। তবে এই হারকে ছাপিয়ে গেছে ভিএআরে বার্সেলোনার নিশ্চিত গোল বাতিল হওয়ার বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচশেষে এর প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ও অধিনায়ক রাফিনিয়া। তবে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছে চেলসি ও আর্সেনাল। সিরি আয় হাইভোল্টেজ ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার ও নাপোলি।
বার্সার তরুণ তারকা লামিন ইয়ামালকে ছাড়াই গতকাল মাঠে নেমে বার্সা জালে বল জমা করে ম্যাচের ১৩ মিনিটে। কিন্তু লেভানদোভস্কির গোলটি ভিএআরে বাতিল হয়ে যায়। পোল্যান্ড ফরোয়ার্ডকে অফসাইডের ফাঁদে ফেলে স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি হয় ৩৩ মিনিটে। বার্সার অফসাইড ফাঁদ এড়িয়ে সফল হন সোসিয়েদাদের শেরাল্ডো বিকার। ডাচ ফরোয়ার্ডের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। পুরো ম্যাচে ১১টি শটি নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি তারা। লা লিগায় ১০ মৌসুমের মধ্যে এই প্রথম এমন বিব্রতকর পরিসংখ্যানের সাক্ষী হয়েছে বার্সা। এদিন ম্যাচ শেষে জয় পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে ১৩তম মিনিটে ভিএআরে রবার্ট লেভানদোভস্কির গোল বাতিলের সিদ্ধান্ত। ম্যাচশেষে এই সিদ্ধান্ত নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল হয়। তবে ভুলটা বড় ছিল।’
রেফারির ভুলের কথার বলার পাশাপাশি নিজেদের পারফরম্যান্স নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই জার্মান কোচ, ‘এই হারের দায় আমাদের। আমরাই দায়ী। আমরা এর চেয়ে ভালো খেলতে পারি।’ এ সময় ইয়ামালকে মিস করার কথাও বলেছেন ফ্লিক, ‘আমরা এখন লামিনে ইয়ামালকে মিস করছি। আমি জানি না আন্তর্জাতিক বিরতির পর সে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারবে কিনা।’ বার্সার এই হারে কিছুটা স্বস্তি ফিরবে রিয়াল মাদ্রিদে। এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর একপর্যায়ে ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। বর্তমানে ১৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে। দিনের অন্যম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি আসে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারাজের পা থেকে। ২৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
এদিকে সান সিরোতে ম্যাকটোমিনির গোলে ম্যাচের ২৩ মিনিটেই ইন্টারের বিপক্ষে এগিয়ে যায় নাপোলি। প্রথমার্ধের শেষদিকে হাকান চাগানগøুর গোলে নাপোলির বিপক্ষে সমতা ফিরিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। বিরতির পর স্পটকিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও পেনাল্টি মিস করেন হাকান। ফলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এবারের সিরি আতে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। সমান ২৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই, তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছে ফ্লোরেন্টিনা, আটালান্টা ও ইন্টার ও লাজিও।
ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়ে গিয়েও লন্ডন ডার্বি জিততে ব্যর্থ আর্সেনাল। নগর প্রতিদ্ব›দ্বী চেলসির সঙ্গে গতকাল ১-১ গোলে ড্র করেছে গানাররা। স্টামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর গতকাল মিকেল আরতেতার আর্সেনাল ৬০ মিনিটে এগিয়ে যায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ১১ মিনিট পরে চেলসি সমতায় ফেরে নেতোর গোলে।
আগস্টে উলভারহ্যাম্পটন ছেড়ে চেলসিতে যোগ দেয়ার পর নেতো প্রিমিয়ার লিগে আজই প্রথম গোল পেয়েছেন। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কোল পালমারের ২৫ গজি শট গøাভসের ছোঁয়ায় বার উঁচিয়ে বাইরে পাঠিয়ে দেন গানার গোলকিপার দাভিদ রায়া। আক্রমণের চেয়ে রক্ষণকাজেই বেশি মনোযোগ দেয়া চেলসি বেশ কয়েকবার পাল্টা আক্রমণে বিপদে ফেলে দিয়েছিল আর্সেনালকে। মেলো গুস্তো ও ননি মাদুয়েকে নষ্ট করেন সুযোগ। কিন্তু সেই গোল ১১ মিনিটই ধরে রাখতে পারে আর্সেনাল।
পেদ্রো নেতোর গোলে ১টি পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে চেলসি। চেলসি ও লিগে টানা চার ম্যাচে জয়হীন আর্সেনাল শীর্ষ দল লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে চেলসি। এই ম্যাচের আগেই নটিংহাম ফরেস্ট নিউক্যাসলের কাছে হেরে যাওয়ায় ড্র করেই শীর্ষ চারে উঠেছে চেলসি ও আর্সেনাল।