এবারের বিপিএলে থাকছে নানা চমক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। দেশের অন্য সবকিছুর সঙ্গে বিপিএলের আয়োজনেও আসছে নানা ইতিবাচক পরিবর্তন। এবার মানসম্মত জাকজমকপূর্ণ আসরের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিপিএলের সূচি প্রকাশ করে এক ভিডিও বার্তায় এবারের বিপিএল আয়োজনে নানা চমকপ্রদ পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি বস ফারুক আহমেদ।
ইতোমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পার করেছে ১০টি আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলেও ১০ আসরে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারি। প্রতিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন আঙ্গিকে বিপিএল সাজানোর কথা বললেও, বেলাশেষে কাজের কাজ হয় না তেমন।
কী কী চমক থাকছে বিপিএলের এবারে আসরে- গতকাল সেসবের একটি রূপরেখা দেন ফারুক আহমেদ। বিসিবির দেয়া একটি ভিডিওতে তিনি জানান, কথা অনুযায়ী এবারের আসরে অনেক কিছুই থাকবে। দর্শকরা চমৎকার একটি টুর্নামেন্টের অভিজ্ঞতা পাবেন।
ফারুক আহমেদ বলেন, ‘১০ বছরে বিপিএল সেই মানে যেতে পারেনি। এবার আমরা অনেক কিছুতে পরিবর্তন আনব। টিকেটের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা শুরু করব। মাঠে দর্শকরা বিনামূল্যে যেন পানি খেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। থাকবে হক আই, ডিআরএসের মতো উন্নত প্রযুক্তিগুলো। সম্প্রচারের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখছি যেন সেটি মানসম্মত হয়। বিদেশি আম্পায়ার, ভালো মানের ধারাভাষ্যকার আনার ব্যাপারে আলোচনা করছি আমরা। এগুলো খেলার মান বাড়ায়।’
পরিবেশ সচেতনতার ব্যাপারেও খেয়াল রাখার কথাও জানান বিসিবিপ্রধান। মাঠ যাতে নোংরা না হয় এবং স্টেডিয়ামের আশপাশ পরিষ্কার রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফারুক আহমেদ।
৩০ ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের ৭টি দল হল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলে গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।