×

খেলা

সাঁতারে রাফির রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাঁতারে রাফির রেকর্ড

ছবি: সংগৃহীত

   

জাতীয় সাঁতার প্রতিযোগিতায় একের পর এক রেকর্ড গড়েই চলেছেন নৌ-বাহিনীর রাফি। তার নৈপুণ্যের তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

এবারের আসরে ব্যক্তিগত ইভেন্টে ঝলক দেখানোর পর দলগত ইভেন্টে রেকর্ড গড়েছেন সামিউল ইসলাম রাফি। ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। ফলে দলগত রেকর্ডের পাতায় নাম উঠেছে রাফিরও।

মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে গতকাল ৮ মিনিট ০ দশমিক ৫১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়ে নৌবাহিনী। ভাঙে ২০২৩ সালে নিজেদেরই গড়া ৮ মিনিট ৬ দশমিক ০১ সেকেন্ডের রেকর্ড।

নৌবাহিনীর হয়ে এবার সাঁতারে অংশগ্রহণ করেন কাজল মিয়া, আসিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ ও রাফি। এর আগে তিনটি ব্যক্তিগত ইভেন্টেও রেকর্ড গড়েন রাফি। প্রথম দিনে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে এবং দ্বিতীয় দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন তিনি।

দিনের অন্য ইভেন্টে ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে একই দলের সুকুমার রাজবংশী, ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা প্রথম হয়েছেন। সামিউল ইসলাম রাফি এর আগে ৪টি ইভেন্টে অংশ নিয়ে ৩টিতেই ব্যক্তিগত রেকর্ড গড়েছেন।

দলীয় রেকর্ড গড়ে উচ্ছ¡সিত রাফি বলেন, ‘ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলকেও সাফল্য এনে দিতে পেরে ভালো লাগছে। তাছাড়া রিলে ইভেন্টটি আমরা বেশ উপভোগ করেছি। এমনিতেই আমার টাইমিং ভালো হচ্ছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পেরে আরো ভালো লাগছে।’

এদিকে মেয়েদের ইভেন্টে নৌবাহিনীর সোনিয়া আক্তার ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জয়ের পর ১০০ মিটার বাটারফ্লাইয়েও সেরা হন। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার প্রথম হয়েছেন।

২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জিতেছে নৌবাহিনীর অ্যানি আক্তার, সোনিয়া খাতুন, যুথী আক্তার ও সোনিয়া আক্তার। নৌবাহিনী ২৪টি সোনা নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। সেনাবাহিনী ৮টি সোনা নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App