×

খেলা

ফিনিশিংয়ের অভাবে হারল তপুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিনিশিংয়ের অভাবে হারল তপুরা
   
বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল মালদ্বীপের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেও ফিনিশিং দুর্বলতায় জয়বঞ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে হারের প্রতিশোধ নিয়েছে মালদ্বীপ। আগামী ১৬ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে দুদল। মালদ্বীপের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। দেশের মাটিতে সবশেষ তিন লড়াইয়েই জয় তুলে নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। হেড টু হেডেও দুদলের ছিল সমান ৯টি করে জয়। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় একচ্ছত্র প্রাধান্য ছিল বাংলাদেশেরই। বারবার আক্রমণে উঠেছে দল। ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরছালিন, রাকিব হোসেন, শাহরিয়ার ইমনরা একের পর এক গোলের সুযোগ তৈরি করেলেও ফিনিশিং দুর্বলতায় শেষ পর্যন্ত হারই সঙ্গী হয়। পাশাপাশি শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগকে নড়বড়ে মনে হচ্ছিল। মালদ্বীপের দ্রুতগতির ফরোয়ার্ডদের ঠেকাতে তপু বর্মন, শাকিল আহাদদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা গেছে। তারই সুযোগ নিয়ে ম্যাচের ১৭ মিনিটে বক্সের ঠিক বাইরে মোহাম্মদ হৃদয়ের যে ফাউলের কারণে মালদ্বীপ ফ্রি-কিক পায়। হামজা মোহাম্মদের ফ্রি-কিকে মালদ্বীপের অন্যতম সেরা খেলোয়াড় আলী ফাসির। অনেকটা বিনা বাধাতেই গোলপোস্টের দিকে আসা ফ্রি-কিকে মাথা ছুয়ে সফরকারীদের এগিয়ে নেন ফাসির। গোল হজম করলেও প্রথমার্ধে বাংলাদেশই গোলের সুযোগ বেশি পেয়েছে। পিছিয়ে পড়ার পরের মিনিটেও ফাহিমের প্রচেষ্টা ব্যর্থ হয়। ৩৭ মিনিটে মোরছালিনের ফ্রি-কিক থেকে তপু বর্মনের হেড বাইরে দিয়ে চলে যায়। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে সোহেল রানার শট দুর্ভাগ্যজনকভাবে সাইড পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তনের পর মালদ্বীপের ওপর পূর্ণ আধিপত্যই প্রতিষ্ঠা করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ালেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। বদলি খেলোয়াড় নামিয়ে খেলার গতি বাড়লেও ফিনিশিংয়ের অভাব পুরো ম্যাচ ভুগিয়েছে দলকে। ম্যাচের ৭০ মিনিটে শাহরিয়ার ইমনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরের ১০ মিনিটে বাংলাদেশ কমপক্ষে ৫টি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে কর্নার থেকে রাকিবের ব্যাক হিল গোললাইন প্রবেশ করতে করতে বাইরে দিয়ে যায়। এরকম বেশ কয়েকবার গোলবঞ্চিত হয়েছে বাংলাদেশ। গোল করতে না পারা, বাংলাদেশের ফুটবলের চিরায়ত দুর্বলতা। আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও উঠেছিল এই প্রসঙ্গ। কিন্তু গতকাল মাঠের খেলায় পুরনো চিত্রই দেখা গেল। আক্রমণাত্মক খেলে, প্রচুর সুযোগ তৈরি করেও গোলটাই করতে পারেনি বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App