×

খেলা

মিরাজের নেতৃত্বে এবার উইন্ডিজ মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিরাজের নেতৃত্বে এবার উইন্ডিজ মিশন

ছবি: সংগৃহীত

   
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে শেষবারের মতো মাঠে নামছে টাইগাররা। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজ দিয়েই এবারের আসর শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা। এই সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টাইগাররা। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। এদিকে চোটের কারণে দলের বাইরে রয়েছেন মুশফিকুর রহিম। সাদা পোশাকে মাঠে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। পাকিস্তান সফরে দারুণ সাফল্যের পর প্রথমে ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজে, এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ধরাশায়ী হয় টাইগাররা। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের পয়েন্ট টেবিলের আট নম্বরে নেমে যায় টাইগাররা। নয় দলের মধ্যে টাইগারদের পেছনে রয়েছে কেবল উইন্ডিজরাই। কমপক্ষে সাত নম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে হলেও উইন্ডিজদের বিপক্ষে জয়ের বিকল্প নেই। দুই ম্যাচে হেরে গেলে রয়েছে ৯-এ নেমে যাওয়ার শঙ্কাও। আগামীকাল চার দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা টাইগারদের। এই ম্যাচ শেষে ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুদল। শান্তর পরিবর্তে মেহেদী হাসান মিরাজকেই দেখা যেতে পারে অধিনায়কের দায়িত্বে। তার প্রতি সন্তুষ্ট ক্রিকেট বোর্ডও। এর আগে শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ার আভাস দিলে বিসিবির প্রথম পছন্দ যে মিরাজ তা প্রকাশ পায়। আফগানদের বিপক্ষে অধিনায়কত্বের অভিষেকের ম্যাচে ফিফটি হাঁকিয়ে রেকর্ড গড়েন মিরাজ। তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি নিজের শততম ওয়ানডে ম্যাচে। এন্টিগুয়োর টেস্ট শেষে জামাইকার কিংসটনের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুদল। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট। সাদা পোশাকের পর রঙিন পোশাকেও খেলবে দুদল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। সেইন্ট কিটসের ওয়ানার্স পার্কে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও একই ভেন্যুতে আয়োজিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজে জিতলে র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থান পুনরুদ্ধার করতে পারবে টাইগাররা। একদিনের সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। কিংসটাউনের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে প্রথম ম্যাচটি হবে আগামী ১৫ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিও একই ভেন্যুতে আয়োজিত হবে ১৭ ও ১৯ ডিসেম্বর। গত শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান শান্ত। ব্যথার কারণে ফিল্ডিংও করতেও পারেননি তিনি। তার পরিবর্তে ম্যাচ পরিচালনা করেন সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে মনে করা হয়েছিল, শান্তর চোট বেশি গুরুতর নয়। কিন্তু এআরআই করার পর জানা গেছে, টাইগার অধিনায়কের চোট বেশ ভালোই গুরুতর। শান্তর চোট ও ছিটকে যাওয়া নিয়ে বিবৃতি দেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। সেখানে শান্তর কুঁচকিতে দ্বিতীয় গ্রেডের স্ট্রেন পাওয়া গেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের সময় প্রয়োজন হবে। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করবো। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরবেন শান্ত।’ এদিকে নাজমুল হোসেন শান্তর বিকল্প হিসেবে শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর বিকল্প হবেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু।’ নাজমুলের বিকল্প হিসেবে যে শাহাদাত হোসেনেই ডাক পাচ্ছেন, সেই সম্ভাবনার কথা জানা গিয়েছিল আগেই। চলতি জাতীয় লিগে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের হয়ে ৪ ম্যাচে ৬ ইনিংসে ২৬.৩৩ গড়ে এক সেঞ্চুরিসহ ১৫৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে এরই মধ্যে ৪টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সী এ ব্যাটসম্যান। গত বছর অক্টোবরে হাংজুতে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে অভিষেক শাহাদাতের। টেস্টে ৪ ম্যাচে এ পর্যন্ত ৮ ইনিংসে ১৪.৭৫ গড়ে ১১৮ রান করেছেন তিনি। এর আগে শারজার স্লো পিচেও ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশেপাশে বোলিং করেন রানা। শেষ ওয়ানডেতে রানার সর্বোচ্চ গতির বলটি ছিল ১৫১ কিলোর। রানার গতিময় বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করলেও বেশি চোখ রাখেন তরুণ পেসারদের দিকেই। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে নেই সাকিব আল হাসান। ওয়ানডেতেও থাকা নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার জানান, সাকিবের ব্যাপারে তার কাছে কোনও তথ্য নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App