প্রোটিয়া-লঙ্কাদের চোখ ফাইনালে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরের মহাগুরুত্বপূর্ণ সিরিজে আগামী ২৭ নভেম্বর থেকে মাঠে নামবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের যথাক্রমে তিন ও পাঁচ নম্বরে থাকা দল দুটির কাগজ-কলমে এখনো ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। কঠিন সমীকরণকে সামনে রেখে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে দুদলই। স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া এবং টপঅর্ডার ব্যাটার ওশাদা ফার্নান্দোকে দীর্ঘদিন পর ফিরিয়ে এনে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। অন্যদিকে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে প্রোটিয়াদের টেস্ট দলে ফিরেছেন দুই পেসার মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েটজে।
প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন এম্বুলদেনিয়া। সর্বশেষ ২০২২ সালের জুনে গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে শুধু টেস্টই খেলেন এম্বুলদেনিয়া। ১৭ ম্যাচে ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট এবং ম্যাচে একবার ১০ উইকেট নিয়েছেন তিনি। তার সর্বমোট শিকার ৭১ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন এম্বুলদেনিয়া। সিরিজে তিন ইনিংসে ২৩ দশমিক ৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। গত বছর মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ওশাদা।
এখন পর্যন্ত ২১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরিতে ১০৯১ রান করেছেন ওশাদা। দলে ফিরেছেন পেসার কাসুন রাজিথা। এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলে ৫৫ উইকেট নিয়েছেন তিনি।
চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে যাওয়া টেম্বা বাভুমাকে শ্রীলঙ্কা সিরিজে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়কের সঙ্গে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন দুই পেসারও জানসেন ও কোয়েটজেও। চোট থেকে সেরে ওঠায় বাভুমাকে রেখেই শ্রীলঙ্কা সিরিজের দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৯ টেস্ট খেলে ২ সেঞ্চুরিতে ৩ হাজার ১০২ রান করেছেন তিনি ৩৫ দশমিক ২৫ গড়ে। দীর্ঘ ১১ মাস পর টেস্ট দলে ফিরেছেন জানসেন ও কোয়েটজে। ক্যারিয়ারের ১৩ টেস্টের সবশেষটি জানসেন খেলেছেন গত জানুয়ারিতে, ভারতের বিপক্ষে। ঘরের মাঠের ওই সিরিজেই নিজের তৃতীয় ও সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন কোয়েটজে। দুজনেই চলতি মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন।