সালাহর জোড়া গোলে দারুণ জয় লিভারপুলের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর জোড়া গোলে দারুণ জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের পর পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা ম্যানসিটির চেয়ে আট পয়েন্টে এগিয়ে গিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল।
সাউদাম্পটনের বিপক্ষে গতকাল লিভারপুল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে প্রথম সুযোগটি আসে স্বাগতিকদেরই। ফার্নান্দেসের বক্সের বাইরে থেকে নেয়া শট লিভারপুল গোলরক্ষক কুইভিন কেলেহারকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি। এরপর সাউদাম্পটনের ওপর প্রবল চাপ তৈরি করে সফরকারীরা। প্রথম আধা ঘণ্টাতেই গোলের জন্য ৯টি শট নিয়ে ৭টি রাখে লক্ষ্যে এবং সপ্তম শটে মিলে যায় গোলও। ডিফেন্ডারের ভুলে বক্সের মুখে বল চলে যায় লিভারপুল তারকা সোবোসলাইয়ের পায়ে। এমন উপহার পেয়ে ভুল করেননি তিনি, জোরাল শটে বল জালে পাঠান হাঙ্গেরির এই মিডফিল্ডার। পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণ শুরু করে সাউদাম্পটন। বিরতির আগে পেয়ে যায় গোলের দেখাও। টাইলার ডিবলিংকে লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অ্যাডাম আর্মস্ট্রংয়ের স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন কেলেহার, তবে ফিরতি বল পেয়ে পাল্টা শটে আর ভুল করেননি ফরোয়ার্ড আর্মস্ট্রং। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দিয়ে প্রতি-আক্রমণে উঠে ৫৬ মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। আর্মস্ট্রংয়ের পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে প্রিমিয়ার লিগে প্রথম গোল করেন ২০ বছর বয়সি পর্তুগিজ মিডফিল্ডার। ৬৫ মিনিটে আবারো ভুল করে বসেন ডিফেন্ডার ম্যাককার্থি এবং সেই সুযোগে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। তৃতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠা লিভারপুল সফল হয় ৮৩ মিনিটে। সাউদাম্পটনের বক্সে তাদের ডিফেন্ডার ইউকিনারি সুগাওয়ারার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন সালাহ। আসরে ৯ ম্যাচ খেলে সালাহর মোট গোল হলো ১৩টি, ছাড়িয়ে গিয়েছেন এতদিন শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডকে। ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান ম্যাচে ২২ করে পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন। এদিকে কোচ হিসেবে অভিষেকের ম্যাচে রুবেন আলবিওনের ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে ইপউইচটাউনের বিপক্ষে। ম্যাচের ২ মিনিটে এগিয়ে গিয়েও প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে রেডডেভিলরা। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল না পেলে শেষপর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দুদল।
এদিকে লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে প্রতিপক্ষের মাঠে তুলনামূলক ভিন্ন রক্ষণভাগ নিয়ে নামে রিয়াল। অভিজ্ঞ ডিফেন্ডারদের চোট আনচেলত্তিকে হয়তো সেটাই করতে বাধ্য করেছে। ম্যাচে লস ব্লাঙ্কোসরা লিড নিতে সময় নেয় ৪৩ মিনিট পর্যন্ত। এর আগে অফসাইড ও প্রতিপক্ষ গোলবারে তারা বারবার পরাস্ত হয়েছে। পঞ্চম মিনিটে গোলের লক্ষ্যে প্রথম শটটি নেন এমবাপ্পে। তার সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। মিনিট-ছয়েক পরই তিনি গোল করে উদযাপন শুরু করতেই সেটি কাটা পড়ে অফসাইডে। এরপর গোলবারে গিয়ে দুদলই একাধিকবার ব্যর্থ হয়। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল গোল পায় বিরতিতে যাওয়ার আগমুহূর্তে। ৪৩তম মিনিটে লেগানেস রক্ষণের অসতর্কতায় ভিনিসিয়ুসের পা ধরে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে। এ নিয়ে রিয়ালের হয়ে লা লিগায় সপ্তম গোল করলেন এই ফরাসি তারকা। এছাড়া গত চার ম্যাচের গোল-খরাও কাটিয়েছেন এমবাপ্পে। তার গোলে অ্যাসিস্ট করা ভিনিসিয়ুস গোল না পেলেও পুরো ম্যাচে ছন্দময় পারফরম্যান্সই করেছেন। ভিনি-এমবাপ্পেদের আক্রমণের ধার আরো বাড়ে দ্বিতীয়ার্ধে। তারই ধারাবাহিকতায় ৬৬ মিনিটে দারুণ এক ফ্রিকিকে লিড দ্বিগুণ করেন ভালভের্দে। এরপর ৮৫ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জুড বেলিংহাম। যদিও সেই গোলটি হতে পারত ব্রাহিম দিয়াজের। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় এই মরক্কান তারকা জোরালো শট নেন। সেটি প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, বেলিংহাম ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান। ৩-০ গোলের জয়ে লিগ টেবিলের দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৩০। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ নেমে গিয়েছে তিনে। রাতের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আতলেতিক বিলবাও। এদিকে সিরি আতে বোলোগনাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাজিও।
ফরাসি লিগে স্ট্রাসবোর্গকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে নাইস।