পিএসএলে নাম লেখালেন ফিজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

মোস্তাফিজুর রহমান, ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের খেলার আগ্রহ প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসার ইতোমধ্যেই ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের ড্রাফটে দল না পাওয়া কাটার মাস্টার খ্যাত এই পেসার সমসাময়িক সময়ে হতে চলা পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন।
পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতকাল মোস্তাফিজের পিএসএলের ড্রাফটে নাম দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।’
আগামী ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের এবারের আসর। কাছাকাছি সময়ে আছে আইপিএলও। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে ঝুঁকছেন। ফিজও তাদেরই একজন। আইপিএলে নাম দিয়েও দল পাননি এই বাঁ-হাতি পেসার। গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন দেশের অন্যতম সেরা এই পেসার। আসরে ৯ ম্যাচে ৯ দশমিক ২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তাই এবারো দল পাওয়ার আশা ছিল তার। কিন্তু দুই কোটি ভিত্তি মূল্যেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ। এদিকে মুস্তাফিজ এর আগেও পিএসএলে খেলেছেন। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন তিনি। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬ দশমিক ৪৩। পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বের আরো কয়েকজন তারকা ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়ার উসমান খাজা, ইংল্যান্ডের ডেভিড উইলি ও জেসন রায়ের নাম প্রকাশ করা হয়েছে। এবারের আসরে দল পাননি অনেক বড় বড় নাম। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এদিকে প্রথম ধাপে ছিল না কোনো টাইগার। দ্বিতীয় দিনের শেষ ধাপে ১৪৩ জনের নাম জমা দেয়া হয়েছিল দ্রুততর নিলামের জন্য। যেখানে বাংলাদেশের ১২ জনের মাঝে ছিল কেবল দুজনের নাম। সেই তালিকা থেকেও দল পাননি মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি দর্শকদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন কাটার মাস্টার খ্যাত এই বোলার। আইপিএলে তার সর্বশেষ দল চেন্নাই সুপার কিংসে তাকে ছেড়ে দেয়। দীর্ঘদিন পর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ক্রিকেট মাঠে ফেরেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। এনসিএল টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার হয়ে মাঠে নামেন তিনিষ। পারিবারিক কারণে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে ছিলেন মোস্তাফিজুর। মাঠে ফিরলেও নৈপুণ্যে ঝলক দেখাতে পারেননি তারকা এ পেসার। ৪ ওভারে দিয়েছেন দলের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান। উইকেট পেয়েছেন একটি।