×

খেলা

ব্যালন ডি’অর প্রশ্নে ভিনির পাশে রোনালদো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যালন ডি’অর প্রশ্নে ভিনির পাশে রোনালদো

ছবি: সংগৃহীত

   

ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। চলতি বছরের ২৮ অক্টোবর ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এরপর থেকে শুরু হয় বিতর্ক। অনেকেই প্রকাশ করেন ভিন্ন মত। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনিও মনে করেন এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে, ভিনিসিয়ুসের সঙ্গে অন্যায় করা হয়েছে। গতকাল দুবাইয়ে গেøাব সকার অ্যাওয়ার্ডসে এ কথা বলেন রোনালদো। আল নাসরের এই তারকার মতে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের। রোনালদো বলেছেন, ‘আমার মতে, সে’ই ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো এবার পুরস্কারটির জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পাননি। ব্যালন ডি’অর-এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর সমালোচনাও করেন ৩৯ বছর বয়সি এই তারকা। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ এরপর গেøাব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসাও করে রোনালদো বলেন, ‘এ কারণেই আমি গেøাব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছিলেন। রদ্রি সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে জিতেছেন ইউরোও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও হন রদ্রি।

ব্যালন ডি’অর জয়ে রদ্রির কাছে ৪১ পয়েন্টের ব্যবধানে হেরে যান ভিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের সাংবাদিকদের ভোটের মাধ্যমে এই পুরস্কারের বিজয়ী বেছে নেয়া হয়েছে।

ব্যালন ডি’অর জিততে না পারলেও গত ১৭ ডিসেম্বর ফিফার বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন ভিনি। সেখানে রদ্রিকে ৫ পয়েন্ট ব্যবধানে হারান। দ্য বেস্টে ভোট দিয়েছেন ফিফার সদস্যদেশগুলোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও অনলাইন ব্যবহারকারীরা। মজার বিষয় হচ্ছে- ফিফা দ্য বেস্টে রোনালদোর দেশ পর্তুগাল থেকে অধিনায়ক বের্নার্দো সিলভা প্রথম ভোটটা দিয়েছেন রদ্রিকে। এর আগে ব্যালন ডি’অরে পর্তুগাল সাংবাদিকের ভোটও পেয়েছিলেন রদ্রি, ভিনিসিয়ুস ছিলেন পাঁচ নম্বরে।

এ বছর গেøাব সকার অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতেছেন রোনালদো। ২০২৩-২৪ মৌসুমে ৪৫ ম্যাচে ৪৪ গোল ও ১৩টি গোলে সহায়তা করা রোনালদোর হাতে উঠেছে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এর পাশাপাশি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ পর্যন্ত ৯১৬ গোল করেছেন রোনালদো। তবে রোনালদোর প্রতি পক্ষপাতের অভিযোগে গেøাব সকার অ্যাওয়ার্ডস নিয়েও সমালোচনা আছে। ২০২০ সালে যেমন রোনালদোর ‘শতাব্দীর সেরা খেলোয়াড়’-এর পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

এবারের গেøাব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অবসর-পরবর্তী ভাবনাও জানিয়েছেন রোনালদো।

গেøাব সকার অ্যাওয়ার্ডসে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস। অনলাইনে ভোটের মাধ্যমে গেøাব সকার অ্যাওয়ার্ডসে বিজয়ী নির্ধারণ করা হয়। ২০০টি দেশ ও অঞ্চলের ১০ কোটি ভক্ত এবার ভোট দিয়েছেন, যা রেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App