বিসিসিআইকে হরভজনের পরামর্শ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
-677de35503614.jpg)
ছবি: সংগৃহীত
সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে রোহিত ব্যাপক সমালোচিত হয়েছেন। পাঁচ ইনিংস মিলিয়ে তার সংগ্রহ মাত্র ৩১ রান। গড় ৬ দশমিক ২। এদিকে পার্থ টেস্টে কোহলি একটি অপরাজিত সেঞ্চুরির দেখা পেলেও ২৩ দশমিক ৭৫ গড়ে সিরিজে করেন ১৯০ রান। তাই বিভিন্ন মহলে রোহিত-কোহলি নিয়ে চর্চা বেড়ে গেছে। কেউ বলছেন তাদের অবসরে যাওয়ার কথা। আবার কেউ বলছেন তাদের পুরনো ফর্ম কীভাবে ফেরত আনা যায় সে বিষয়ে মনোযোগী হওয়ার কথা। পরামর্শ আসছে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেদের ঢেলে সাজানোরও। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দলে নেয়ার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের মাথায় সবার আগে প্রথম দুটি বাক্যই আসে।
ফর্ম যেমনই থাকুক, কোহলি ও রোহিত দেশের সুপারস্টার, এমন ভাবনা থেকেই তাদের দলে রাখে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাও (বিসিসিআই)। এদিকে বিসিসিআইয়ের গৎবাঁধা সুপারস্টার বুলি মোটেই পছন্দ নয়, বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় তারকা হরভজন সিংয়ের। কিংবদন্তি এই স্পিনারের দাবি, খুব শিগগিরই বিসিসিআইকে এই ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। হরভজনের ভাবনা, কোহলি ও রোহিতকে সুপারস্টার তকমা দিয়ে খেলানো বন্ধ করতে হবে। পারফরম্যান্সের বিবেচনায় ক্রিকেটার বাছাই করতে হবে। অর্থাৎ যারা ভালো করবে তারাই খেলবে। সম্ভাবনাময়ীদের দলে জায়গা দিতে হবে।
সাবেক কিংবদন্তি মনে করেন, যদি সুপারস্টার হওয়ার কারণে কোহলি ও রোহিতকে দলে রাখা হয়, তাহলে যারা অতীতে ভারতের জার্সিতে ২২ গজের উইকেট কাঁপিয়েছেন, তাদেরও দলে আনা উচিত। আর যদি সেটি না হয়, রোহিত-কোহলিকে খেলানোর কোনো মানে নেই। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই একটা খ্যাতি আছে। যদি সেটাই হয়, তাহলে কপিল দেব, অনিল কুম্বলে বা যারা ভারতের সবচেয়ে বড় ম্যাচজয়ী হয়েছেন তাদের যোগ করুন। বিসিসিআই এবং নির্বাচকদের শক্তিশালী হওয়া উচিত। ভারতের উচিত সুপারস্টার মনোভাব থেকে বেরিয়ে আসা।’
ভারতের সাবেক স্পিনার হরভজনের মতে, আখকে চিপে যেভাবে ছোবড়া বানানো হয়, বুমরাহকে বোর্ডার-গাভাস্কার সিরিজে সেভাবেই ব্যবহার করা হয়েছে। তাতে শেষপর্যন্ত পিঠের অসারতার চোটে পড়তে হয়েছে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা বুমরাহকে। যে কারণে সিডনি টেস্টে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার বিপক্ষে বুমরাহকে বোলিংয়ে পায়নি ভারত।