ইউক্রেনকে আরো ২৮৬ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাজ্য

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

পুতিন যাতে যুদ্ধে জয়ী হতে না পারেন তা নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কিয়েভের পাশে সবসময় থাকবে ব্রিটেন। ছবি : সংগৃহীত
ইউক্রেনের জন্য আরো ২৮৬ মিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। ইউক্রেনের জন্য ড্রোন, রণতরী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ নতুন সামরিক সরঞ্জাম রয়েছে এই সহায়তায় প্যাকেজে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে দেশটি। খবর আরব নিউজের।
বুধবার কিয়েভ সফর করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। তার সফরে ইউক্রেনীয় প্রতিপক্ষ রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করার পরে ২০২৫ সালে ইউক্রেনে ব্রিটিশ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়া হয়। এরপরই ইউক্রেনের জন্য এই নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেয়ার তিন বছর পর থেকে তার ভুলগুলো আরো স্পষ্ট হয়েছে। কারণ ইউক্রেনের সাহসী জনগণ তাদের দৃঢ় মনোবল নিয়ে রুশ আগ্রাসন মোকাবেলা করছেন।
আরো পড়ুন : ইউক্রেনকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের
তিনি বলেন, কিন্তু তারা একা এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। কিয়েভের জন্য যুক্তরাজ্যের দৃঢ় সমর্থন ব্যক্ত করে হিলি বলেন, পুতিন যাতে যুদ্ধে জয়ী হতে না পারেন তা নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কিয়েভের পাশে সবসময় থাকবে ব্রিটেন।
এর আগে জুলাই মাসে, ইউক্রেনকে বছরে ৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্যের নতুন সরকার।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ঘোষিত সারমরিক সহায়তা প্যাকেজটিতে ইউক্রেনের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অন্তর্ভুক্ত থাকবে ছোট ছোট রণতরী, ড্রোন এবং ক্রুবিহীন সারফেস ভেসেল। এছাড়াও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং কাউন্টার-ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইউক্রেন সেনাবাহিনীকে সরবরাহ করা হবে।
হিলি বলেন, যুক্তরাজ্য অপারেশন ইন্টারফ্লেক্স নামে বৃটেনে ইউক্রেনীয় সেন্যদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে, যার অধীনে ইতোমধ্যে ২০২২ সালে ৫১ হাজার সেনাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।