×

যুক্তরাজ্য

গুজব ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে জড়িত শেখ রেহানার সন্তানরা: ব্রিটিশ গণমাধ্যম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

গুজব ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে জড়িত শেখ রেহানার সন্তানরা: ব্রিটিশ গণমাধ্যম

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। টিউলিপের বিরুদ্ধে সম্পত্তি সম্পর্কিত তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত

সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়ে ব্রিটিশ সরকার একটি তদন্ত শুরু করার ঘোষণা দেয়। গেল বছর সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়া টিউলিপের অন্যতম দায়িত্ব ছিল আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে উঠা অভিযোগ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে।

রেদওয়ান মুজিব ও আজমিনা সিদ্দিকের প্রোপাগান্ডা নেটওয়ার্ক

শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে আরো বিতর্কিত নাম উঠে এসেছে তার ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং ভাগ্নি আজমিনা সিদ্দিকের। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারা একটি রাজনৈতিক গুজব ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে যুক্ত। এই নেটওয়ার্ক থেকে ছড়ানো বেশিরভাগ ভুয়া তথ্য নির্বাচন এবং প্রধান বিরোধী দল বিএনপিকেন্দ্রিক। গত বছর ফেসবুকের মালিকানাধীন মেটা কর্তৃপক্ষ এমনই একটি ভুয়া অ্যাকাউন্টের সন্ধান দিয়েছিল।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার অবশ্য দৃঢ় অবস্থান নিয়েছেন। তার দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী টিউলিপের ওপর পূর্ণ আস্থা রাখেন এবং দুর্নীতিবিরোধী দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই।

রাজনৈতিক প্রভাব ও বিতর্ক

শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে ওঠা এই নতুন অভিযোগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। তাদের বিরোধীদের দাবি, এই ঘটনাগুলো প্রমাণ করে যে ক্ষমতাসীন পরিবার দীর্ঘদিন ধরে রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে।

এদিকে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কতটা সত্য এবং সেগুলোর প্রভাব কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গভীর নজরদারি চালাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App