×

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলসহ বিভিন্ন নীতিতে যা আছে, কপাল পুড়ছে কাদের?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলসহ বিভিন্ন নীতিতে যা আছে, কপাল পুড়ছে কাদের?

ছবি : সংগৃহীত

   

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কার্যদিবসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার চলমান প্রক্রিয়া স্থগিত করা। তিনি স্পষ্ট করেছেন যে, পিতামাতা বা আত্মীয়দের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা শিশুদের তার দলের দৃষ্টিতে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হবে। এই ইস্যুতে ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। অভিবাসন বিরোধী অবস্থান তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল।

ক্যাপিটল হিল দাঙ্গা এবং সাধারণ ক্ষমা

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের উস্কানিতে ঘটে যাওয়া দাঙ্গায় কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছিলেন। এ সময় ভবনের ভেতরে ছিলেন তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং অনেক কংগ্রেস সদস্য। ট্রাম্পের সমর্থকদের চালানো এই দাঙ্গার ঘটনায় বেশ কিছু সমর্থককে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে।

ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে আসার দিনে এই ঘটনায় শাস্তি পাওয়া ব্যক্তিদের সাধারণ ক্ষমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিটি মামলা পর্যালোচনা করা হবে এবং খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি অভিযোগ করেছেন যে, দাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিরা "জঘন্য-নোংরা" পরিস্থিতির মধ্যে রয়েছেন।

ন্যাটো এবং অন্যান্য নীতি

ট্রাম্প ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বলেন, যদি ন্যাটোর অন্য সদস্যরা যথাযথ অনুদান দেয় এবং যুক্তরাষ্ট্রকে যথাযথ মূল্যায়ন করে, তবে যুক্তরাষ্ট্র ন্যাটোতে থাকবে। তবে গর্ভপাত বিষয়ক পিলের উপর কোনো বিধিনিষেধ আরোপ করবেন না বলেও উল্লেখ করেন তিনি।

অভিবাসন এবং জন্মসূত্রে নাগরিকত্ব

ট্রাম্প জানিয়েছেন, অভিবাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে চালু হওয়া জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনে সংস্কার আনার পরিকল্পনা তার রয়েছে। তিনি উল্লেখ করেছেন, অবৈধ অভিবাসীদের পুরো পরিবারকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তিনি বলেন, বারাক ওবামার ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড কর্মসূচির মাধ্যমে যেসব পরিবার নিরাপত্তা পেয়েছিল, তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হবে এবং কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

ইউক্রেন এবং সাহায্যনীতি

ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্যের প্রত্যাশা কমিয়ে আনা। এ ছাড়া অটিজম এবং শিশুদের টিকার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা যাচাই করা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি ভ্যাকসিনবিরোধী রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত করারও ইঙ্গিত দিয়েছেন।

সোশ্যাল সিকিউরিটি এবং অর্থনীতি

সোশ্যাল সিকিউরিটি কার্যক্রম নিয়ে ট্রাম্প পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এটিকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন। তিনি এটিকে আরো কার্যকর করার আশ্বাস দিয়েছেন। তবে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোনো মন্তব্য করেননি। ব্যবসায়িক অংশীদার দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করলে পণ্যমূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আমি কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারি না।

ডেমোক্রেটদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া এবং তদন্ত

ট্রাম্প জানিয়েছেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় তদন্ত চালানোর পরিকল্পনা নেই তার। তবে ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করা ডেমোক্রেট সদস্যদের জেলে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, তিনি অতীতে ফিরে যেতে চান না; বরং দেশকে সমৃদ্ধ করতে চান।

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসওমেন লিজ চেনি। তবে ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।

ট্রাম্পের এই নীতিগত অবস্থান এবং প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে পরবর্তী চার বছরে কী পরিবর্তন আসবে তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App