×

যুক্তরাষ্ট্র

২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পিএম

২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

ছবি : সংগৃহীত

   

এবছরও যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট তার বর্ষসেরা দেশ নির্বাচন করেছে। ২০২৪ সালের সেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দ্য ইকোনমিস্ট প্রতিবেদন অনুযায়ী, এই সেরা দেশ নির্বাচন করা হয় কোনো দেশের ধনী, সুখী বা নৈতিক গুণাবলী দেখে নয়, বরং দেশটির গত ১২ মাসের উন্নতির ভিত্তিতে। সুতরাং, বাংলাদেশের অতীতের অর্জন নয়, বরং ২০২৪ সালের আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করার কারণে দেশটিকে এই সম্মান দেয়া হয়েছে।

২০২৪ সালের সেরা দেশ নির্বাচনের চূড়ান্ত তালিকায় বাংলাদেশ ছাড়াও ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। তবে সবশেষে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ, আর রানারআপ হিসেবে উঠে আসে সিরিয়া।

বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে একত্রে, দ্য ইকোনমিস্ট জানায়, বাংলাদেশের এই সাফল্য সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর অর্জিত হয়েছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার শাসনবিরোধী গণজাগরণের ফলস্বরূপ তিনি ক্ষমতাচ্যুত হন। ১৫ বছর ধরে বাংলাদেশের শাসক হিসেবে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনকালে দেশটি একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে গেলেও, অন্যদিকে নানা দমন-পীড়ন, নির্বাচন কারচুপি ও বিরোধী নেতাদের কারাবন্দি করার মতো বিতর্কিত সিদ্ধান্ত নেয়া হয়। শেখ হাসিনার শাসনকালে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশও দেয়া হয়েছিল, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়ে।

দ্য ইকোনমিস্ট আরো জানায়, শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে গঠিত হয়েছে একটি অস্থায়ী সরকার। এই সরকারের নেতৃত্বে রয়েছেন শান্তিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস এবং এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন লাভ করেছে। এই অস্থায়ী সরকার শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং দেশটির অর্থনীতিকেও স্থিতিশীল করেছে।

তবে, প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২০২৫ সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে এবং নির্বাচনের নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। এছাড়া দেশটির আদালত যাতে নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, তাও নিশ্চিত করতে হবে। তবে এই সবকিছু সহজ নয়, এমন মন্তব্যও রয়েছে প্রতিবেদনে।

শেষে, দ্য ইকোনমিস্ট জানায়, একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরো উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়া জন্য, আমাদের এবারের সেরা দেশ বাংলাদেশ। 

এছাড়া, ২০২৩ সালে দ্য ইকোনমিস্ট গ্রিসকে সেরা দেশ হিসেবে নির্বাচন করেছিল। এবার, ২০২৪ সালের সেরা দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের নতুন দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App