রুশ সীমান্তে পোল্যান্ডের আকাশে উড়ছে মার্কিন ড্রোন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ এএম

ন্যাটো মিশনের অংশ হিসেবে ড্রোনটি চালানো হয়েছিল বলে দাবি। ছবি : সংগৃহীত
রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে পোল্যান্ড এবং লিথুয়ানিয়া অঞ্চলের ওপর দিয়ে আরকিউ-৪বি মডেলের একটি মার্কিন ড্রোন উড়তে দেখা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) পোলিশ রেডিও স্টেশন আরএমএফ এফএম এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
বেতারের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি ইতালির সিগোনেলা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে পোল্যান্ডের দিকে রওনা হয়। এরপর এটি লিথুয়ানিয়া সীমান্তে সুওয়ালকি করিডোরের চারপাশে চক্কর দিয়ে আবার মার্কিনঘাঁটিতে ফিরে যায়।
ড্রোনটি প্রায় ১৭ ঘণ্টা ধরে আকাশে উড়ছিল। ন্যাটো মিশনের অংশ হিসেবে ড্রোনটি চালানো হয়েছিল বলে রেডিও স্টেশনের দাবি।
এর আগে, জুনের শেষের দিকে ক্রিমিয়ার কাছে কৃষ্ণ সাগরের ওপরে আরকিউ-৪বি ড্রোন দিয়ে টহল দেয়া হয়েছিল বলে জানা গেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, গত ২৩ জুন মার্কিন মদদে ইউক্রেন যখন সেভাস্তোপলে আক্রমণ শুরু করেছিল তখন কৃষ্ণ সাগরের ওপর দিয়ে এই মডেলের একটি ড্রোনকে উড়তে দেখা গেছিল। ইউক্রেনের ওই হামলায় বহু মানুষ হতাহত হয়েছিল।
আরো পড়ুন : কাজান শহরে ড্রোন হামলা : ইউক্রেনকে ধ্বংসের হুমকি পুতিনের