যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিধ্বস্ত হলো বিমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম

আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে ছোট আকৃতির এ বিমানটি ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। খবর এএফপির।
ফুলারটন পুলিশ এক্সে বলেছে, দুইজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি আটজনকে ঘটনাস্থলে চিকিৎসা সেবা দেয়া হয়।
আরো পড়ুন : ট্রাম্পের হোটেলে সাইবার হামলায় নিহত ১
কীভাবে বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হলো এবং যারা মারা গেছেন তারা কী বিমানের আরোহী ছিলেন কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
স্থানীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভবনটির ছাদে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং সেটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
ওই ভবনে কর্মরত কর্মী জেরোমি ক্রুজ— যিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, আমরা সবাই বিকট শব্দ শুনতে পাই। এরপর আমরা দৌড়ে বেরিয়ে যাওয়া শুরু করি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন’স আরভি-১০। ছোট মডেলের বিমানটিতে ক্রুসহ চারজন বসতে পারেন। গত নভেম্বরে ফুলারটন বিমানবন্দরে আলাদা এক দুর্ঘটনায় দুজন আহত হয়েছিলেন।