×

যুক্তরাষ্ট্র

বার্ড ফ্লু আক্রান্ত প্রথম মানুষের মৃত্যু, ঝুঁকি নিয়ে নয়া তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

বার্ড ফ্লু আক্রান্ত প্রথম মানুষের মৃত্যু, ঝুঁকি নিয়ে নয়া তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ছবি : সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রে প্রথমবার এইচ৫এন১ বার্ড ফ্লু-তে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সাধারণ জনগণের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনো কম। 

বিশেষজ্ঞদের মতে, মৃত ব্যক্তি ছিলেন ৬৫ বছরের বেশি বয়সী এবং তার স্বাস্থ্যজনিত অন্যান্য জটিলতা ছিল। তিনি লুইজিয়ানা রাজ্যে অবস্থিত নিজের বাড়িতে উন্মুক্তভাবে পালন করা মুরগি ও বন্য পাখির সংস্পর্শে আসার পর গত বছর ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে ডব্লিউএইচও-র মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে সাধারণ জনগণের জন্য ঝুঁকির পরিমাণ এখনো কম বা সহনীয় মাত্রায় রয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রে ভাইরাসের পর্যবেক্ষণ যথেষ্ট কি না, এমন প্রশ্নের উত্তরে হ্যারিস জানান, যুক্তরাষ্ট্র প্রচুর নজরদারি ও পর্যবেক্ষণ চালাচ্ছে এবং এই কারণে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারছি।

গত বছর এপ্রিল থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট ৭০ জন মানুষ এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের বেশিরভাগই খামারে কর্মরত শ্রমিক। ভাইরাসটি পোলট্রি ও দুগ্ধ খামারের প্রাণীদের মধ্যে ছড়িয়েছে, জানায় যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা একমত যে, সাধারণ জনগণের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনো কম মাত্রায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App