×

যুক্তরাষ্ট্র

পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

   

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকটি কবে হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, তিনি (পুতিন) এই বৈঠক করতে চান এবং আমরা এটি আয়োজন করছি।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি।

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য আলোচনা করবেন। এছাড়া তিনি ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। তিনি এটি প্রকাশ্যেও বলেছেন এবং আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি এক রক্তাক্ত বিপর্যয়।

আরো পড়ুন : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ট্রাম্প

নিজের দ্বিতীয় মেয়াদে ইউক্রেন ও রাশিয়ার জন্য সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক লেফটেন্যান্ট-জেনারেল কিথ কেলোগকে বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প।

গত বছরের এপ্রিলে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট নামে একটি ট্রাম্প-সমর্থিত থিঙ্ক ট্যাঙ্কে প্রকাশিত একটি গবেষণাপত্রে কেলোগ ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কী পদক্ষেপ নেয়া উচিত তা নিয়ে তার ধারণা তুলে ধরেন।

তিনি প্রস্তাব দেন, ইউক্রেন তখনই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো সাহায্য পাবে, যদি তারা মস্কোর সঙ্গে শান্তি আলোচনা করতে সম্মত হয়। তবে গবেষণাপত্রে আরো উল্লেখ করে, মস্কো যদি অংশগ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা চালিয়ে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App